Entertainment News: তারকার বাড়ির দরজার পাসকোড ক্র্যাক করার গভীর প্ল্যান? সন্দেহভাজন মহিলা গ্রেফতার..

Entertainment News: আর এবার এক মহিলা তাঁর পছন্দের পপ তারকার বাড়ির দরজার পাসকোড ভেঙে ঢোকার চেষ্টা করেছেন। শুধু কি তাই? একবার না! বরং অনেকবার।

Entertainment News: আর এবার এক মহিলা তাঁর পছন্দের পপ তারকার বাড়ির দরজার পাসকোড ভেঙে ঢোকার চেষ্টা করেছেন। শুধু কি তাই? একবার না! বরং অনেকবার।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jk news, bts, bts army military, jungkook, bts latest updates

ভয়ঙ্কর কাণ্ড ঘটল...

Entertainment News: পছন্দের মানুষকে কিংবা তারকাকে ছুঁয়ে দেখার ইচ্ছে সকলের থাকে। তারকার বাড়ির সামনে পর্যন্ত ভিড় করে থাকেন ভক্তরা। বলিপাড়ার বুকে এহেন ঘটনা বহু আছে। তারকারা এর আগে ভক্তদের অত্যাচারে ক্লান্ত হয়েছেন এমন অনেক ঘটনাই আছে। শাহরুখের বাড়ির সামনে যেভাবে কাতারে কাতারে লোক দাঁড়িয়ে থাকেন, এই দৃশ্য অচেনা নয়। আবার এমনও শোনা গিয়েছিল যে অভিনেতার বাড়িতেও ঢুকে পড়েছেন অনেকেই।

Advertisment

আর এবার এক মহিলা তাঁর পছন্দের পপ তারকার বাড়ির দরজার পাসকোড ভেঙে ঢোকার চেষ্টা করেছেন। শুধু কি তাই? একবার না! বরং অনেকবার। তিনি বহুবার, নাকি এই এক কান্ড ঘটিয়েছেন। এবং সন্দেহের কান্ড করতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। সেই পপ তারকার মিলিটারি থেকে ছাড়া পাওয়ার কথা ছিল সেদিনই। তাঁর অন্ধভক্ত হিসেবে নিজেকে দাবি করে বহুবার বাড়ির দরজায় পাসকোড ক্র্যাক করার চেষ্টা করেন তিনি। তারপরই ঘটে সেই সাংঘাতিক ঘটনা। ১১ জুন, সকাল ১১:৩০ মিনিট নাগাদ, এই ঘটনা ঘটছে দেখেই তাঁর আশেপাশের প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।

Advertisment

আসলে এই ঘটনা ঘটিয়েছেন এক চিনা মহিলা। সেই চিনা মহিলা, এই কাণ্ড করেছেন BTS তারকা জাংকুক যেদিন মিলিটারি থেকে ফিরে আসবেন সেদিন। দীর্ঘ ২ বছর পর BTS তারকাদের অনেকেই আবারও রিটার্ন করছেন। এবং তাঁদের ফেরত আসা নিয়ে বিটিএস ফ্যানদের উচ্ছ্বাস শেষ নেই। এবং আশা একটাই আবারও তাঁরা কবে একসঙ্গে স্টেজে পারফর্ম করবেন। RM, V কিংবা জিমিন সকলেই ফিরে এসেছেন। এদিকে, জাংকুকের বাড়ির ফ্রন্ট দরজার পাসকোড ক্র্যাক করতে গিয়ে পুলিশের জালে সেই মহিলা। তাঁকে গ্রেফতার করা হলে, তিনি জানান...

চীন প্রদেশ থেকে তিনি উড়ে এসেছেন শুধু একবার BTS এর ছোট সদস্যকে দেখবেন বলে। তাঁর কথায়, সেনাবাহিনী থেকে ফেরার পর তাঁর সঙ্গে আমি দেখা করতে চেয়েছিলাম। তবে পুলিশ বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছে আদৌ এর আড়ালে অন্য কোনও উদ্দেশ্য আছে কিনা। প্রসঙ্গে সেনাবাহিনী থেকে রিলিজ পাওয়ার পর তাঁরা সামনে উপস্থিত জনগণের উচ্ছ্বাস দেখে রীতিমতো লজ্জায় পড়ে যান। তাঁদের ফুল কেক দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

Entertainment News Entertainment News Today korean band BTS Korean Boy band