Esha Gupta Sanatan Dharma: বলিউডের হট ডিভা হিসেবেই সকলের কাছে পরিচিত এষা গুপ্তা। বোল্ড স্টাইল স্টেটেমেন্টের জন্যও চর্চায় থাকেন অভিনেত্রী। একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন। ববি দেওলের সঙ্গে আশ্রম ওয়েব সিরিজের তৃতীয় পর্বে সোনিয়ার চরিত্রে এষা গুপ্তার অভিনয় দারুণ উপভোগ করেছে দর্শক। বেশ কিছু মিউজিক ভিডিও-তেও কাজ করেছেন এষা।
রিল টু রিয়েলে খোলামেলা পোশাকে একেবারে সাহসিনী। পর্দায় সাহসী চরিত্রে অভিনয় করলেও মহাকুম্ভে একেবারে অন্যরূপে হাজির অভিনেত্রী। আঁচল দিয়ে গা জড়িয়ে পুণ্য়স্নান করলেন এষা গুপ্তা সোশ্যাল মিডিয়ায় সেই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন।
হেমা মালিনী থেকে রেমো ডি'সুজা, কবীর খান, মিলিন্দ সুমন, অনুপম খের সহ দক্ষিণী অভিনেতারাও পুণ্যস্নানের জন্য পৌঁছে গিয়েছেন মহাকুম্ভে। সেই তালিকার নয়া সংযোজন এষা। প্রয়াগরাজে মহাকুম্ভে ভক্তিসহকারে ডুব দিলেন অভিনেত্রী।
তবে IANS-কে এষা বলেন, 'অন্যের বিষয়ে মন্তব্য করাটা বলিউড সেলেবদের কাজ নয়। এটা আমার ব্যক্তিগতভাবে একেবারে না পসন্দ। বলিউড অভিনেতা-অভিনেত্রীদের কাজ শুধু অভিনয় করা। আমি এখানে বলিউড অভিনেত্রী হিসেবে আসিনি। সনাতন ধর্মাবলম্বী হওয়ার সুবাদে এসেছি। আমি তো একজন সনাতনী। ভারতীয় হিসেবে আজ আমি এখানে এখানে এসেছি।'
মহাকুম্ভে পৌঁছে এষা আরও বলেন, 'ধর্ম হোক বা কর্ম, আপনাকে এখানে একবার আসতেই হবে।' ইনস্টায় তিনটি ছবি শেয়ার করেছেন এষা।প্রথমটিতে দেখা যাচ্ছে, পুণ্যস্নানের সময় প্রণাম করছেন এষা। দ্বিতীয় ছবিতে স্বামীজির পায়ের সামনে বসে অভিনেত্রী আর শেষ ছবিতে দুজনের সঙ্গে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন অভিনেত্রী এষা গুপ্তা।
প্রসঙ্গত, ২০১২-তে জন্নত ২ দিয়ে বলিউডে অভিষেক এষার। রাজ থ্রিডি, কমান্ডো ২, টোটাল ধামালের মতো ছবিতে এষার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। তাঁর ঝুলিতে রয়েছে মার্ডার ফোর, দেশি ম্যাজিক ও হেরা ফেরি ৩।