Exclusive: আদিত্য নারায়ণকে দেখা যাবে 'খতরোঁ কি খিলাড়ি' তে

'ফিয়ার ফ্যাক্টর-খতরোঁ কি খিলাড়ি'র এই সিজনের প্রতিযোগী তিনি। অনেক আগেই আদিত্য নারায়ণকে অফার দেওয়া হয় এই শোয়ের, অবশেষে তিনি সম্মত হয়েছেন।

'ফিয়ার ফ্যাক্টর-খতরোঁ কি খিলাড়ি'র এই সিজনের প্রতিযোগী তিনি। অনেক আগেই আদিত্য নারায়ণকে অফার দেওয়া হয় এই শোয়ের, অবশেষে তিনি সম্মত হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Khatron Ke Khiladi

আদিত্য নারায়ণকে এবার দেখা যাবে 'খতরো কি খিলাড়ি' তে।

প্রাচী কদম

Advertisment

গায়ক, অভিনেতা এবং টেলিভিশন সঞ্চালক আদিত্য নারায়ণকে এবার দেখা যাবে 'খতরো কি খিলাড়ি' তে। 'ফিয়ার ফ্যাক্টর-খতরোঁ কি খিলাড়ি'র এই সিজনের প্রতিযোগী তিনি। এরআগে কালারসের কমেডি শো 'এন্টারটেইনমেন্ট কি রাত' এ ছিলেন অাদিত্য। রোহিত শেট্টির সঞ্চালনায় এই শোতে সেলিব্রিটি প্রতিযোগী হিসাবে হাজির হবেন তিনি।

একটি সূত্র জানিয়েছে, "অনেক আগেই আদিত্য নারায়ণকে অফার দেওয়া হয় এই শোয়ের, অবশেষে তিনি সম্মত হয়েছেন। তিনি স্মার্ট, গুণী, অল্পবয়সীদের কাছে জনপ্রিয় - সবদিক দিয়ে একটা প্যাকেজ বলেই শো কর্তৃপক্ষ তাঁকে আনতে চেয়েছে।  তাঁকে অন্য প্রতিযোগীদের সঙ্গে লড়তে দেখার সুযোগ পেয়ে আমরা খুশি''।

Advertisment

আরও পড়ুন, বিয়ের আসরে পুলিশ, ভেঙে গেল মিঠুন পুত্র মিমোর বিয়ে

বিখ্যাত গায়ক উদিত নারায়ণের পুত্রের ইন্ডাস্ট্রিতে প্রবেশ বেশ ছোট বয়সে (১৯৯৫)। 'রঙ্গিলা' ছবিতে আশা ভোঁসলের সঙ্গে প্রথম প্লেব্যাক করেন তিনি। শিশু শিল্পী হিসাবেও অভিনয় করেছেন 'পরদেশ', 'যব প্যায় কিসিসে হোতা হ্যায়' মতো ছবিতে।

তবে ইন্ডিগো বিমানসংস্থার কর্মচারীকে হেনস্থা বা গাড়িতে অটোরিক্সার ধাক্কার মতো নেতিবাচক কারণেও শিরোনামে এসেছেন উদিতপুত্র।