Badshah: বাদশার পানশালার বাইরে আচমকাই বোমা বিস্ফোরণ! কাদের নিশানায় র‍্যাপার?

Badshah Updates: এবার কি তবে বাদশা? কানাঘুষো শোনা যাচ্ছে বাদশার পানশালার বাইরে নাকি বোমা মেরে পালিয়েছে দুই ব্যক্তি। ভোর রাত ৩টে নাগাদ বাদশার পান শালার…

Badshah Updates: এবার কি তবে বাদশা? কানাঘুষো শোনা যাচ্ছে বাদশার পানশালার বাইরে নাকি বোমা মেরে পালিয়েছে দুই ব্যক্তি। ভোর রাত ৩টে নাগাদ বাদশার পান শালার…

author-image
IE Bangla Entertainment Desk
New Update
badhsah news

badsah: যা হল বাদশার সঙ্গে...

বলিউডের বেশিরভাগের ওপর কার এবং কেন এত ক্ষোভ? দিনের পর দিন আততায়ী হামলার মাত্রা বেড়েই চলেছে সেখানে। সলমন খান, বাবা সিদ্দিকী এবং এবার বাদশা। সুরকার এবং র‍্যাপার এর সঙ্গে যা হল, ফের চমকে উঠতে হয়।

Advertisment

বলিউডে যে ধরনের গায়ক গায়িকা আছেন, তাঁদের মধ্যে বাদশা একদম অন্যরকম। তিনি, নিজের র‍্যাপের মাধ্যমে অনেককেই মুগ্ধ করেছেন। বর্তমানে ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। কিন্তু, বলিপাড়ার এই গায়ক আততায়ী হামলার কবলে। কিছুদিন আগেই সলমনের সঙ্গে ঘনিষ্ঠতা প্রাণ নিয়েছে বাবা সিদ্দিকীর। তাঁর আগে সিধু মুসেওয়ালার।

এবার কি তবে বাদশা? কানাঘুষো শোনা যাচ্ছে বাদশার পানশালার বাইরে নাকি বোমা মেরে পালিয়েছে দুই ব্যক্তি। ভোর রাত ৩টে নাগাদ বাদশার পান শালার বাইরে বোমা মেরে পালিয়ে যায় সন্দেহভাজন দুই ব্যক্তি। তাঁদেরকে এই কান্ড ঘটিয়ে পালিয়ে যেতে দেখেন স্থানীয় ব্যক্তিরাই। কিন্তু, কে বা কারা সেই প্রসঙ্গে এখনও কিছুই জানা যায়নি। ঘটনাটি যেখানে ঘটেছে, সেটিও অদ্ভুত জায়গায়।

কারণ, তাঁর উল্টোদিকে রয়েছে থানা। পুলিশি নিরাপত্তা যেখানে, সেখানে কী করে এমন ঘটনা ঘটে? জানা গিয়েছে বাদশার পানশালার সামনে বোমা নিক্ষেপের কারণে অনেকগুলি কাঁচ ভেঙে গিয়েছে। আশেপাশের কয়েকটি বাড়ি এবং ক্লাব ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। জানা গিয়েছে, স্থানীয় কিছুই ঘরে বানানো বোমা দিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে। চন্ডিগড় থানার পুলিশ এর তদন্ত করছে।

Advertisment

উল্লেখ্য, বাদশাকে ইন্ডিয়ান আইডলের মঞ্চে দেখে অনেকেই ক্ষুব্ধ। কেউ বলছেন, উনাকে বাকিদের সঙ্গে মানায় না। আবার কেউ বলছেন, উনি কী করতে এখানে রয়েছেন, উনি কি গান জানেন? কিন্তু, আজ ভোরে যা হল তাঁতে করে সন্দেহ আরও গাঢ় হচ্ছে।

 

Rapper Badshah Bollywood Actor badsha