Faisal Shaikh Injured: মাস্টারশেফের সেটে রক্তারক্তি কাণ্ড! কেমন আছেন সেলেব প্রতিযোগী ফয়জল শেখ?

Faisal Shaikh MasterChef: মাস্টারশেফের মঞ্চে পেঁয়াজ কাটার চ্যালেঞ্জ নিয়ে গিয়ে বিপদে মিস্টার ফয়জু। হাতের াঙুল কেটে মারাত্মক দুর্ঘটনা। কেমন আছেন অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
xsxsax

মাস্টারশেফের সেটে রক্তারক্তি কাণ্ড

Celebrity MasterChef: শুটিং সেটে অনেক সময়ই ঘটে যায় নানা অঘটন। সম্প্রতি স্টান্ট করতে গিয়ে গুরুতর জখম হন পঞ্জাবি গায়ক ও অভিনেতা গুরু রন্ধাভা। হাসপাতালের বিছানায় শুয়েই প্রতিশ্রুতি দিয়েছেন, খুব শীঘ্রই দর্শকের ভালবাসায় সেটে ফিরবেন। এবার জনপ্রিয় রিয়্যালিটি শো মাস্টারশেফ-এর শুটিংয়ের সময় দুর্ঘটনার কবলে অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়জল শেখ। দর্শকের মনোরঞ্জনের জন্য নিজের সেরার সেরাটুকু দিতে মরিয়া হয়ে ওঠেন প্রতিযোগীতারা। আর তখনই ঘটে যায় দুর্ঘটনা। মাস্টারশেফ-এর সেটে রান্না করতে গিয়ে এর আগেও অঘটন ঘটিয়েছেন অভিনেত্রী তেজস্বী প্রকাশ, সমর্থ জুরেল। এবার সেই তালিকায় নাম জুড়ে গেল ফয়জল শেখেরও। 

Advertisment

এই শোয়ের সঞ্চালক ফারহা খান আর বিচারকের আসনে রয়েছেন শেফ Ranveer Brar ও বিকাশ খান্না। মুক্তি পেয়েছে আগামী পর্বের প্রোমো। সেখানেই দেখা যাচ্ছে প্রতিযোগীরা পেঁয়াজ কাটছেন। চোখের-নাকের জল মিলেমিশে একাকার! ২০ মিনিটে ৫০০ গ্রাম পেঁয়াজ কাটার চ্যালেঞ্জ নিতেই ফয়জলের সঙ্গে ঘটল অঘটন। হাত কেটে যায় অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের! আঙুল দিয়ে অঝোরে রক্ত! তবুও লড়াইয়ের ময়দান ছেড়ে যায়নি। প্রাথমিক চিকিৎসার পর চ্যালেঞ্জ সম্পূর্ণ করেছেন মাস্টারশেফ-এর এই প্রতিযোগী। ফয়জল জানিয়েছেন তিনি সুস্থ আছে। 'রান্নাঘটের এই অঘটনগুলো ঘটেই থাকে। এটা নিয়ে অত চিন্তার কিছু নেই। ছোটখাটো এই ব্যাপারগুলোর জন্য প্রতিযোগীতায় কোনও প্রভাব পড়তে দেব না। আমি আত্নবিশ্বাসী। নিজের লক্ষে এগিয়ে যাব।' 

Advertisment

মাস্টারশেফ-এর আগের এপিসোডে ফয়জল বলেছিলেন, ' আমি যখন এলিমিনেশন চ্যালেঞ্জের রাউন্ডে পৌঁছেছিলাম তখন খুব ভয় পেয়েছিলাম। এত তাড়াতাড়ি এই রান্নাঘর ছেড়ে যেতেও মন চইছিল না। যখন আমাকে একই কাজ দুবার করে করতে হল তখন বুঝেছিলাম মাস্টারশেফ কতটা চ্যালেঞ্জিং। ওটাকে আমি জীবনের একটা শিক্ষা বলে মনে করি।' প্রসঙ্গত, ফয়জলের আগে রান্না করতে গিয়ে মাস্টারশেফ-এ হাত পুড়িয়ে ফেলেছিলেন তেজস্বী। লাফটার শেফ সিজন ২-এ রান্না করার দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে হাত পুড়ে যায় সমর্থ জুরেলেরও। পরিস্থিতি যখন হাতের বাইরে তখন অ্যালার্ম বাজিয়ে ক্রু মেম্বার ও দর্শকদের ডাকেন। সঙ্গে সঙ্গে মেডিক্যাল টিম সেখানে পৌঁছে যায়। মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিলেন এই প্রতিযোগী। 

reality show Hindi Television Hindi language Celebrity MasterChef Celebrity MasterChef season 2 FAISAL SHAIKH