Falaq Naaz: 'এখনও বেঁচে আছি...!!', হাসপাতালের বিছানায় শুয়ে ভয়ংকর অভিজ্ঞতা ভাগ জনপ্রিয় অভিনেত্রীর

Falaq Naaz Health: ব্যথাকে অবহেলা করলে কী মারাত্মক পরিস্থিতি হতে পারে সেই অভিজ্ঞতাই শেয়ার করলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী ফালাক নাজ। হাসপাতাল থেকে ছবি শেয়ার করে কী লিখলেন বিগ বস গার্ল?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
fgzsfgdfg

শরীরকে অবহেলা করে মারাত্মক পরিণতি জনপ্রিয় অভিনেত্রীর

Falaq Naaz News: হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস। এই শোয়ের প্রতিযোগীদের নিয়েও বিগ বসের দর্শকের একটা বাড়তি আগ্রহ থাকে। বিগ বিস ওটিটি ২-এর প্রতিযোগী ফালাক নাজ হাসপাতালে ভর্তি। বিছানায় শুয়ে সোশ্যাল মিডিয়া মারফত ভক্তদের হেলথ আপডেট দিলেন। শরীর নিয়ে কখনও অবহেলা করা উচিত নয় সেটাই এই পোস্টে বলতে চেয়েছেন ফালাক।

Advertisment

সকলকে একপ্রকার সাবধান করে ইনস্টা স্টোরিতে লিখেছেন, 'শেষ পাঁচদিন জীবনটা যেন রোলার কোস্টারের হয়ে উঠেছিল। অস্ত্রোপচারের পর হাসপাতালের বিছানায় শুয়ে মনে হচ্ছে আমি বেঁচে আছি।' অ্যাপেন্ডিক্স-এর অস্ত্রোপচার পর ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেত্রী। 

Advertisment

মহিলাদের উদ্দেশে আরও লেখেন, 'প্রতিটি মহিলাদের একটা বিষয় বলতে চাই, আমরা শরীরে প্রায়ই যে ব্যথা-বেদনা অনুভব করি সেটার জন্যই যেন আমাদের জন্ম। আমার মনে হয় এই ছোটখাটো তথ্যগুলো শেয়ার করা উচিত। শরীর যদি আপনাকে কোনও বিষয়ে ইঙ্গিত দেয় তাহলে সেটা কখনই অবহেলা করবেন না।' শারীরিক অবস্থা নিয়ে ফালাক আরও যোগ করেন, 'আমি সবসময় ব্যথাকে অবহেলা করতাম আর ভাবতাম এটা হয়ত পিরিয়ডসের পরের ক্র্যাম্প। তাই আমি সকলকে অনুরোধ করছি কোনওরকমের ব্যথাকে অবহেলা করবেন না।'  

ফালাকের সংযোজন, 'যদি সঠিক সময়ে চিকিৎসা না করান তাহলে কিন্তু, আমার মতো অবস্থা হবে। এই পরিস্থিতি থেকে জীবনে আমি একটা বিরাট শিক্ষা পেলাম। আমি প্রতিজ্ঞা করেছি জীবনে আর কোনওদিন শরীর নিয়ে অবহেলা নয়।' এই কঠিন সময়ে পরিবার ও কাছের বন্ধুবান্ধব যাঁরা সবসময় পাশে রয়েছেন তাঁদেরকে ধন্যবাদ জানিয়েছেন। জনপ্রিয় মেগা  'শ্বশুরাল সিমর কা'-তে জাহ্নবী ভরদ্বাজের চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও 'লাল ইশক', 'রূপ: মর্দ কা নয়া স্বরূপ', 'পান্ডেয়া স্টোর'-এর মতো ধারাবাহিকেও কাজ করেছেন।   

৩৩ বছর বয়সে কঠিন সময় পার করলেন টেলি অভিনেত্রী। হাসপাতাল থেকে ছবি পোস্ট করতেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ফালাক নাজ। প্রায়ই ছবি- রিল শেয়ার করেন বিগ বস ২-এর এই প্রতিযোগী। 

hindi medium Bigg Boss reality show Hindi Television Falaq Naaz