সিনে দুনিয়ায় নক্ষত্র পতন। না ফেরার দেশে জনপ্রিয় আর্ট ডিরেক্টর নীতিন দেশাই। মৃত্যুর কারণ, আত্মহত্যা বলেই জানিয়েছে মুম্বই পুলিশ। কারণও, রয়েছে বেশ অনেক। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড।
সেট ডিজাইন থেকে প্রোডাকশন, দক্ষতার সঙ্গে সামলাতেন সবকিছু। কাজ করেছেন, নানা বিখ্যাত পরিচালকের সঙ্গে। নিজের স্টুডিওতেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, আত্মঘাতী হয়েছেন নীতিন। কানাঘুষো, খবর দীর্ঘদিন ধরে আর্থিক অনটন এমনকি স্টুডিও ভাল যাচ্ছিল না। সেই কারণেই এই পথে পা বাড়ান তিনি।
বিবেক অগ্নিহত্রি থেকে রিতেশ দেশমুখ, তাঁর মৃত্যুর খবরে চমকে গিয়েছেন সকলে। সমাজ মাধ্যমের পাতায় বিবেক লিখলেন, "আমি মারাত্মক দুঃখিত। আমার এক কাছের বন্ধু নিতিন এর প্রয়াণে গভীর শোকাহত। সিনেমার ক্ষেত্রে তোমার অবদান, বিশেষ করে, আমায় যা সাহায্য তুমি করেছ সেটা বলার ভাষা নেই। কেন করলে এটা নীতিন? কেন..."
সঞ্জয় লীলা বনশালি থেকে রাজকুমার হিরানি, তিনি কাজ করেছেন বহু পরিচালকের সঙ্গে। 'হাম দিল দে চুকে সনম' এর সেট সাজিয়েছিলেন নিজের হাতে। 'বাজিরাও মস্তানি'ও নিজের দায়িত্বেই রেখেছিলেন। শেষবার আশুতোষ গোয়ারিকারের 'পানিপথ' ছবির জন্য সেট ডিজাইন করেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে, গভীর শোকে রিতেশ দেশমুখ। বলছেন, "নীতিন দেশাই স্যারকে অনেকবছর চিনি। তাঁর দূরদর্শিতা, শিল্পের প্রতি ভালবাসা নিদারুণ ছিল। আমি ভাবতেও পারছি না। কেন? ভারতীয় ছবির উত্থানে আপনার ভূমিকা অনস্বীকার্য। এরকম ভাল মানুষ আমি দেখিনি। শ্রদ্ধা রইল।"
পেয়েছিলেন জাতীয় পুরস্কার। তাঁর সৃষ্টি দিয়েই সেজে উঠত বলিউডের বিগ বাজেট সব ছবি। 'লগন', 'যোধা আকবরের' মত সেট তিনি নিজের দক্ষতায় সাজিয়েছিলেন। আজও, যেন সেসব স্মৃতির পাতায়। পরিচালকরা ভাবতেও পারছেন না এমন একজন শিল্পী মানুষ এহেন কাজ করতে পারেন।