/indian-express-bangla/media/media_files/2025/04/29/9QOUbMQXANxqNmbPpUXo.jpg)
বানানো হল অভিনেত্রীর মন্দির...
Actress Temple in India: কিছুদিন আগেই এমন এক মন্তব্য ভাইরাল হয়, অভিনেত্রী উর্বশী রাউটেলা জানিয়েছিলেন, তাঁর নামে একটা মন্দির আছে বদ্রীনাথের কাছে। শুধু তাই নয় সেই মন্দিরে নাকি বাচ্চারা খেলাধুলা করে। এছাড়াও যেকথা অস্বীকার করার নয়, সেটা হল তারকাদের মন্দির। কলকাতার বুকে অমিতাভের মন্দির আছে। যেখানে তার পুজো করা হয়। ঈশ্বরের সঙ্গে সঙ্গে সুপারস্টার অভিনেতাদের অনেককেই পুজো করেন তাঁদের ভক্তরা।
এবার সেরকমই ঘটনা ঘটেছে ফের একবার। আগামীকাল বঙ্গে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা। আর ভারতে ফের একবার অভিনেত্রীর মন্দির ঘিরে আলোচনা তুঙ্গে। অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সিনেমায় এবং ওটিটি প্ল্যাটফর্মে তার কাজের মাধ্যমে বছরের পর বছর ধরে একটি বিশাল ফ্যানবেস তৈরি করেছেন। এমনই এক ভক্ত তার ৩৮ তম জন্মদিন উপলক্ষে তার নামে একটি মন্দির তৈরি করে প্রশংসায় পঞ্চমুখ!
Popular Actor cut ties with in-laws : শ্বশুরের কুকীর্তি ফাঁস! সমস্ত স…
সামান্থা সোমবার তার ৩৮-এ পা দিয়েছেন। চারদিক থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালবাসা ঢেলে দিয়েছেন তার ভক্তরা। তবে এক ভক্ত অন্ধ্রপ্রদেশের বাপতলায় তাঁর সম্মানে একটি মন্দির নির্মাণ করে তাঁর প্রশংসা আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন। তেনালি সন্দীপ নামের ওই ভক্ত সামান্থার জনহিতকর প্রচেষ্টায় অনুপ্রাণিত হয়ে গত তিন বছর ধরে তার জন্মদিনে অনাথ শিশুদের খাওয়াচ্ছেন।
A fan named #Sandeep built a temple for actress #Samantha in Bapatla.@Samanthaprabhu2pic.twitter.com/Z5Zat1vhhE
— Milagro Movies (@MilagroMovies) April 28, 2025
এক সাক্ষাৎকারে সন্দীপ বলেন, "আমার নাম তেনালি সন্দীপ। আমি অন্ধ্রপ্রদেশের বাপতলার আলাপাড়ু গ্রাম থেকে এসেছি। আমি সামান্থা গারুর বিশাল প্রশংসক। আমি তিন বছর ধরে তার জন্মদিন পালন করে আসছি। তখন এই মন্দিরটিও প্রতিষ্ঠা করি। প্রতি বছর আমি বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করি এবং এদিনে কেক কাটি। তার পরোপকার আমাকে অনুপ্রাণিত করে এবং আমি তার পদাঙ্ক অনুসরণ করতে চাই।
সামান্থা রুথ প্রভু বর্তমানে তার প্রথম প্রযোজনা উদ্যোগ সুভামের মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। পেশাদার ক্ষেত্রে, সামান্থার পাইপলাইনে, মা ইন্তি বাঙ্গারাম এবং রক্ত ব্রহ্মান্দ: দ্য ব্লাডি কিংডম রয়েছে।