New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/amithabh-fantastic-50.jpg)
Bollywood's Big B Celebrate his 76th Birthday: অমিতাভ বচ্চনের বলিউজে ৫০ বছর পূর্তি উপলক্ষে ক্যালেন্ডার তাঁর জন্মদিনে।
Bollywood's Superstar Amitabh Bachchan 76th B'day: আজ অমিতাভ বচ্চনের জন্মদিন। তার সঙ্গে এবছরই সিনেমায় ৫০টি বসন্ত পার করে ফেললেন তিনি। তাকে সম্মান জানানোর এর থেকে ভাল মূহুর্ত আর কী বা হতে পারে?
Bollywood's Big B Celebrate his 76th Birthday: অমিতাভ বচ্চনের বলিউজে ৫০ বছর পূর্তি উপলক্ষে ক্যালেন্ডার তাঁর জন্মদিনে।
Happy Birthday Amitabh Bachchan: বলিউড শাহেনশাকে নিয়ে উত্তেজনা থাকবে তাঁর ফ্যানেদের মধ্যে, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। তার ওপর আজ অমিতাভ বচ্চনের জন্মদিন। তার সঙ্গে এবছরই সিনেমায় ৫০টি বসন্ত পার করে ফেললেন তিনি। তাঁকে সম্মান জানানোর এর থেকে ভাল মূহুর্ত আর কী বা হতে পারে। এমনটাই ভেবেছেন সুদীপ্ত চন্দ। সিনিয়র বচ্চনের জন্মদিনে তাঁর বলিউডে ৫০ বছর পূর্তি উপলক্ষে ক্যালেন্ডার বানিয়ে ফেললেন তিনি। ভাবছেন, এ আর এমন কী, কত মানুষই তো এমনটা করে। কিন্তু তফাৎ হলো, এই কালেকশনে রয়েছে অমিতাভের কিছু দুর্মূল্য পোস্টার।
এখানেই বিশেষত্ব সুদীপ্তর। হারিয়ে যাওয়া মূহুর্তগুলোকে ধরে রাখতেই এই ব্যবস্থা। নিজের সংগ্রহ থেকে ৫০টি পোস্টার নিয়ে তৈরি করেছেন এই কালেকশন। পোস্টার সংগ্রহের নেশাটা অনেকদিনের। পঞ্চাশটি ছবির পোস্টার দিয়ে তৈরি বলেই ক্যালেন্ডারের নাম 'ফ্যান্টাস্টিক ফিফটি'। বলিউড শাহেনশাহর শোলে, শান, ডন, জঞ্জির, দিওয়ার, মাজবুর, কুলির মতে জনপ্রিয় ছবির পোস্টার দেখা যাবে কালেকশনে। তবে শুধুমাত্র পুরোনো দিনের ছবি নয়, তালিকায় স্থান পেয়েছে সংযোগ, বন্ধে হাত, আদালত, কসৌটির মতো ছবিও। সুদীপ্তর কথায়, "পোস্টার সংগ্রহ করার নেশা কলেজ জীবন থেকেই। এখন তো আবশ্যিক কাজ এটা। সেই সময় হাতে আঁকা হত পোস্টার। লিথোগ্রাফিতে প্রিন্ট হত।" আর এখন এইসব পোস্টার খুঁজে পাওয়াই দুর্লভ।
৭৬ বছর পূর্ণ করলেন অমিতাভ বচ্চন। তাঁর ওঠাপড়ার সফরটাও দৃশ্যায়িত করবে এই ক্যালেন্ডার। সালটা ১৯৬৯, সাত হিন্দুস্তানি ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় অমিতাভের। ক্যালেন্ডারের কভারে ১৪টি পোস্টার রয়েছে। আর বাকি মাসগুলোর পাতায় দেখা যাবে তিনটি করে পোস্টার। যার মধ্যে রয়েছে সাত হিন্দুস্তানি থেকে শুরু করে ১০২ নট আউটের মতো ছবির কালেকশন।
'বচ্চননামা' নামে একটি ফোটো এক্সজিবিশেনর মাধ্যমে প্রকাশ্যে এসেছে এই কালেকশন। এই ভাবনাটা দুজন মিলে বাস্তবায়িত করেছেন। কৌশিক ঘোষের কথায়, "এটা অমিতাভ বচ্চনের জার্নি উদযাপনের অনন্য ভাবনা।" তবে সুদীপ্ত বলেন, ''বাংলার দুজন ভক্তের তাদের লিভিং লেজেন্ডকে ট্রিবিউট দেওয়ার উপায় মাত্র। এই বিশেষ মূহুর্তকে সেই কারণেই বেছে নেওয়া।" তবে আপনারা কিন্তু ২০১৯-এ ড্রয়িংরুম সাজাতেই পারেন আপনার প্রিয় তারকার ছবিতে।