Farha Khan Holi Comment:কখনও ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়ার তো কখনও আবার পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খানের বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল দেশ। সম্প্রতি 'ইন্ডিয়া'জ গট ল্যাটেন্ট' শো-য়ে বাবা-মায়ের সঙ্গম নিয়ে রণবীরের আলটপকা মন্তব্যের জেরে জল গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। বিতর্কের এই পর্ব শেষ হওয়ার আগেই আরও এক নয়া বিতর্ক। সৌজন্যে ফারহা খান।
হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। সম্প্রতি ফারহা খান দোল উৎসব নিয়ে বলেছেন,'এটা ছাপরিদের অনুষ্ঠান।' ফারহার এই মন্তব্য ঘিরে হইচই। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষ যখন মানুষ রঙের উৎসবে মেতে ওঠেন, তখন হোলি নিয়েই বিতর্কিত মন্তব্য করেছেন পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খান।
মিডিয়া রিপোর্ট মোতাবেক, বিকাশ পাঠক যিনি 'হিন্দুস্তানি ভাউ' নামেই পরিচিত, তিনি আইনজীবী কাসিফ খান দেশমুখের মাধ্যমে ফারহা খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। জানা যাচ্ছে, শুক্রবার খার থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, ২০ ফেব্রুয়ারি পপুলার রিয়্যালিটি শো সেলিব্রিটি মাস্টার শেফ-এর একটি এপিসোডে হোলি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন ফারহা খান।
'হিন্দুস্তানি ভাউ' ওরফে বিকাশ পাঠক ফারহা খানের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বলেছেন, 'ছাপরি' শব্দটা ব্যবহার করে হোলি উৎসবকে খাটো করে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই ধরনের মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে। আইনজীবী কাসিফ খান দেশমুখ এই প্রসঙ্গে বলেছেন, 'আমার মক্কেলের মতে ফারহা খানের মন্তব্য হিন্দুধর্মের অনুভূতিতে আঘাত করেছে। হোলি উৎসবের সঙ্গে 'ছাপরি' শব্দের ব্যবহার অত্যন্ত অপমানজনক। একইসঙ্গে হিন্দুসমাজের অসম্মান যা ক্ষমার অযোগ্য।'
আরও বলেন, 'আমার মক্কেল কিন্তু, শুধুমাত্র ধর্মীয় ভাবাবেগে আঘাতের জন্য নয়, বরং হিন্দুসমাজের একটা বড় অংশ এই মন্তব্যে ক্ষুব্ধ বলেও মামলাটি দায়ের করেছেন। ফারহা খানের মতো একজন খ্যাতনামা পরিচালক-কোরিওগ্রাফার হোলি নিয়ে অত্যন্ত অপমানজনক মন্তব্য পেশ করেছেন। আমি চাই এই অভিযোগের ভিত্তিতে তাঁর উপযুক্ত শাস্তি হোক।' ফারহার এহেন ব্যবহারে মনক্ষুন্ন হয়েছে তাঁর অনুগামীরা।'