Farha Khan: বলিউডের বিশিষ্ট কোরিওগ্রাফার ফারহা খানের বিরুদ্ধে হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ ওঠ। হোলি নিয়ে তাঁর বিরূপ মন্তব্য, 'এটা ছাপরিদের অনুষ্ঠান।' ফারহার এই মন্তব্য ঘিরে একেবারে হইচই। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষ যখন মানুষ রঙের উৎসবে মেতে ওঠেন, তখন হোলি নিয়েই বিতর্কিত মন্তব্য করতেই পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খানের দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। তাঁর বিরুদ্ধে থানায় এই অভিযোগও দায়ের করা হয়েছে।
এই মুহূর্তে জনপ্রিয় রিয়্যালিটি শো সেলিব্রিটি মাস্টারশেফ-এ দেখা যাচ্ছ ফারহা খানকে। একইসঙ্গে ইউটিউবেল ভ্লগ পোস্ট করেন। সম্প্রতি টেলি অভিনেত্রী রুবিনা দিলেয়েক তাঁর নতুন ভ্লগ শেয়ার করেছেন। সেখানে অতিথির আসনে উপস্থিত ছিলেন ফারহা খান। ২০২৬-এ স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে যাবেন তাঁর তিন সন্তান। কতটা কড়া নিয়মে বেঁধে রেখেছেন তিন সন্তানকে?
কৈশোর পেরিয়ে যৌবনে পৌঁছেও আজ পর্যন্ত কোনও দিন ফারহা খানের তিন সন্তান পার্টিতে যাননি। এমনকী সাজসজ্জাতেও নেই কোনও আতিশয্য। আই ব্রো প্লাগ করা কী জিনিস সেটাই এখনও পর্যন্ত কোনও দিন করে দেখার অনুমতি মেলেনি। বন্ধুবান্ধব-ইন্ডাস্ট্রির পার্টি থেকে তিন সন্তানকে একপ্রকার দূরেই রেখেছেন ফারহা। পরিবারের সঙ্গেই সময় তাঁরা সময় কাটান। সন্তানরা কলেজে যাওয়ার আগে তাঁদের পড়শোনা নিয়ে মা-বাবার একটা দুঃশ্চিন্তা হয়। বন্ধুবান্ধব, গল্প-আড্ডার মাঝে হয়তো পড়শোনাটাই হল না!
/indian-express-bangla/media/post_attachments/433ca896-565.jpg)
এই প্রসঙ্গে তারকা মম ফারহা খানের সংযোজন, 'এখনও ওদের পড়াশোনার প্রতি একটা আগ্রহ আছে। কয়েকদিন আগে ওদের জন্মদিন ছিল। বন্ধুবান্ধবের সঙ্গে পার্টি না করে পরিবারের সঙ্গে ফ্যামিলি ডিনার করতেই ওঁরা বেশি স্বচ্ছন্দ। পার্টি বা ক্লাবে যেতেও ওঁরা খুব একটা পছন্দ করে না।' কয়েকদিন বাদে কলেজে যাবে। প্রাপ্তবয়স্ক হতে আর খুব বেশি দেরি নেই। কিন্তু, এখনও পর্যন্ত বাকি স্টার কিডের মতো মেকআপে পোক্ত নন। সন্তানদের কড়া শাসনেই রাখেন ফারহা।
তিনি বলেন, 'আমার তিন সন্তান আজ পর্যন্ত কোনওদিন ক্লাব বা পার্টিতে যায়নি। কখনও মেকআপ করা বা আই ব্রো-ও করতে দিই নি। মা হিসেবে আমি খুব কড়া। আমার অনুমতি ছাড়া এক পা-ও বাড়ির বাইরে রাখা যাবে না। প্রত্যেক সন্ধ্যায় আমরা তো ওদের জীবনযাপন নিয়ে রীতিমতো গসিপ করি। আমি যেমন কড়া তেমনই আবার কুল। ওদের সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করি।'