ফারহান আখতার ও শিবানী দান্ডেকর বলিউডের নতুন তারকা জুটি। সম্প্রতি সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন তারা। সঙ্গে সঙ্গেই ভাইরাল ফারহান-শিবানীর রোমান্টিক মূহুর্ত। রবিবার, ফারহান শিবানীর সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। যুগলে পুলসাইডে একান্ত সময় কাটাচ্ছেন। ছবির সঙ্গে একটি মিষ্টি বার্তাও দেন অভিনেতা। তিনি লেখেন, ”যতক্ষণ তুমি আমার সঙ্গে আছ, আমি হারিয়ে যাব না”।
সম্প্রতি রণবীর কাপুর ও আলিয়া ভাটের গল্লি বয় ছবির ট্রেলার লঞ্চে ফারহান আখতারের উদ্দেশ্যে ফ্যানেরা বলেছিল, তিনি কবে সুখবর দিতে চলেছেন। প্রসঙ্গত, প্রথমবার নয় যে এই যুগলকে একসঙ্গে দেখা গেল। ফারহান আখতার ও শিবানী দান্ডেকরের সম্পর্ক নিয়ে কানাঘুসো চলছেই বিটাউন। তারা নাকি বিগত একবছর ধরে ডেট করছেন।
View this post on Instagram
Happy 2019 to you and your loved ones. May it bring you all you hope for. Big hug. ????❤️
হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবনানির সঙ্গে ১৭ বছরের বিবাহিত জীবনের ইতি হয়েছে ২০১৭য়। ঠিক তারপরেই অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে নাম জড়িয়েছিল ফারহান আখতারেরষ যদিও রকঅন স্টার বরাবরই সেকথা অস্বীকার করে এসেছেন।
শোনা যায়, ২০১৫য় জি টিভির শো আই ক্যান ডু দ্যাটে গিয়ে আলাপ ফারহান ও শিবানীর। এই শোটা সঞ্চালনা করতেন ফারহান। দান্ডেকর ছবির একজন প্রতিযোগী ছিলেন।