Farhan Akhtar Baby: ৯ জানুয়ারি ৫১তম জন্মদিন পালন করছেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার। জন্মদিনের সকালেই ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, শিবানী দাণ্ডেকারের সন্তানের বাবা হচ্ছেন ফারহান। ভাগ মিলকা ভাগ-এর গতিতেই তাহলে অভিনেতার জীবনে পরিবর্তন আসছে? এই খবর ছড়িয়ে পড়তেই হইচই। জন্মদিনে এমন খবরে আরও উচ্ছ্বসিত ফারহানের ভক্তরা।
কিন্তু, শাবানা আজমি এই খবরের সত্যতা স্বীকার করেননি। গুজব বলে উড়িয়ে দিয়েছেন। ETimes-কে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জানান, এটি সম্পূর্ণ ভুয়ো খবর। প্রসঙ্গত, ফারহান সন্তানের বাবা হতে চলেছেন, এই খবরের সত্যতা যাচাই করতে শাবানার সঙ্গে যোগাযোগ করে ETimes। তখনই তিনি বলেন, 'এই খবরের কোনও সত্যতা নেই। সম্পূর্ণ ভিত্তিহীন।'
বুধবার রাতে জোয়া আখতার ফারহানের জন্মদিন উপলক্ষে একটি পার্টির আয়োজন করেন। সেখানে ছিলেন শিবানী দাণ্ডেকার ও ফারহা খান। ৯ জানুয়ারি জন্মদিনের সকালে জোয়া তাঁর সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেন। নতুন বছর ২০২৫-কে একসঙ্গে স্বাগত জানিয়েছেন ফারহান-শিবানী। একে অপরের ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুম্বনরত মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন তারকা দম্পতি। কাছের বন্ধুবান্ধব নিয়ে হই হুল্লোড় করে নিউ ইয়ার সেলিব্রেশনে মেতেছিলেন ফারহান আখতার ও শিবানী দাণ্ডেকার।
সাম্প্রতিক অতীতে রিয়া চক্রবর্তীর সঙ্গে পডকাস্টে ফারহানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন শিবানী। তিনি বলেন, 'যখন আমি ফারহানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম তখন সকলে আমাকে দুটো জিনিস বলত। লাভ জিহাদ আর গোল্ড ডিগার। আমি তখন বুঝতে পারতাম না কী করব। এগুলো শুনে বালিশে মুখ গুঁজে কাঁদতাম।' চলতি বছরের ২১ নভেম্বর মুক্তি পাবে ফারহানের আপকামিং মিলিটারি-অ্যাকশন মুভি 120 Bahadur। অন্যদিকে ডন ৩-এর প্রযোজনা করছেন ফারহান। এই ছবিতে রয়েছেন রণবীর সিং ও কিয়ারা আডবাণী।