Farida Jalal Heeramandi: মদ-সিগারেটের দৃশ্যে 'না', বনসালীর হীরামাণ্ডি নিয়ে অজানা কাহিনি ফাঁস করলেন ফরিদা জালাল

Farida Jalal: হীরামাণ্ডিতে সঞ্জয়লীলা বনসালীর কোন প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ফরিদা জালাল? সম্প্রতি এক সাক্ষাৎকারে অন্দরমহলের কথা ফাঁস করলেন অভিনেত্রী।

Farida Jalal: হীরামাণ্ডিতে সঞ্জয়লীলা বনসালীর কোন প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ফরিদা জালাল? সম্প্রতি এক সাক্ষাৎকারে অন্দরমহলের কথা ফাঁস করলেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
হীরামাণ্ডিতে সঞ্জয়লীলা বনসালীর কোন প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ফরিদা জালাল?

সঞ্জয়লীলা বনসালীর কোন প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ফরিদা জালাল?

Heeramandi: ছয়ের দশক থেকে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন ফরিদা জালাল। সঞ্জয়লীলা বনসালীর ডেবিউ সিরিজ হীরামাণ্ডিতে অভিনয় করেছিলেন। নেটফ্লিক্সের এই সিরিজ দারুণ সাড়া ফেলেছিল দর্শকমহলে। দীর্ঘদিন পর ফরিদা জালালের কামব্যাকে খুশি হয়েছিলেন ভক্তরা। Qudsia Begum-এর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু, পরিচালক তাঁর কাছে সিনেমার দৃশ্যায়ন বিশ্লেষণ করলে নাকোচ করে দিয়েছিলেন। মদের গ্লাস ও সিগারেট হাতে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে অস্বস্তিবোধ করবেন। সেই কথা প্রথমেই জানিয়ে দিয়েছিলেন ফরিদা জালাল। তাঁর এই কথা শুনে কী প্রতিক্রিয়া ছিল বনসালীর?

Advertisment

Galatta India-কে দেওয়া সাক্ষাৎকারে হীরামাণ্ডি সংক্রান্ত অজানা তথ্য শেয়ার করলেন। ফরিদা জালাল জানান, তাঁর প্রথম শটটাই ছিল একদল নবাবজাদিদের সঙ্গে বসে আছেন। বিদেশ থেকে ছেলের ফিরে আসার অনন্দে পার্টি চলছে। হাতে মদের গ্লাস আর সিগারেট। এটা শুনে একদম থমকে গিয়েছিলেন। আর কিছু ভাবার মতো পরিস্থিতিতেই ছিল না। দৃশ্যায়ন শুনেই বুঝেছিলেন এই শট দেওয়া তাঁর পক্ষে কোনওভাবেই সম্ভব নয়। আগে কোনওদিন এই ধরনের চরিত্রে অভিনয় করেননি। তাই তাঁর অস্বস্তির কথা বনসালীকে সরাসরি জানিয়ে দেন। 

ফরিদা বলেন, 'স্যার, এই ধরনের চরিত্রে আমি আগে কখনও অভিনয় করিনি। আমার কাছে এইরকম অনেক চরিত্রের প্রস্তাব এসেছে। কিন্তু, আমি সবসময়ই না বলেছি। তাই জন্যই বলছি, স্যার আমার পক্ষে সিগারেট ধরাটা অসম্ভব। আমি নিজেকে স্ক্রিনে ফুটিয়ে তুলতে পারব না। আমার কথা শুনে উনি আর একটি শব্দও খরচ করেননি। আমাকে জোরও করেননি। অসম্ভব ভাল মানুষ। আমার সমস্যাটা উনি বুঝেছিলেন। আমি নিজের চোখে যা দেখেছি সেটা সত্যিই ভাল লেগেছে। আমি নিশ্চিত ওঁর-ও এটাই মনে হয়েছে। সত্যিই এই ধরনের দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি হয়।'

বনসালীর প্রশংসা করে বলেন, 'উনি তো একজন সৃষ্টিকর্তা। আমরা প্রত্যেকেই সেই কথা বিশ্বাস করি। উনি আমাদের সেই যুগে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। বুঝতেই পারিনি সেটটা বাস্তব না কাল্পনিক। কিন্তু, চোখের সামনে যেটা দেখেছি সেটা অবিশ্বস্য। আমি স্রোতের সঙ্গে ভেসে গিয়েছি।' প্রথম পর্বের দুর্দান্ত সাফল্যের পরই হীরামাণ্ডি সিজন ২-এর ঘোষণা হয়েছে। এই মুহূর্তে বনসালী ব্যস্ত রয়েছেন রণবীর-আলিয়া-ভিকির লাভ অ্যান্ড ওয়ার-নিয়ে।

bollywood movie Heeramandi Farida Jalal Bollywood News bollywood actress