দেশ জুড়ে লকডাউনের ফলে ঘরবন্দি প্রত্যেকে। বলিউড অভিনেতা সলমন খান রয়েছেন পানভেল-এ তাঁর ফার্মহাউসে। সেখান থেকেই সোশাল মিডিয়ায় শেয়ার করছেন বেশকিছু ফোটো, ভিডিও। তবে তিনি একা নন, তাঁর বন্ধুরাও রয়েছেন সঙ্গে। জ্যাকলিন ফার্নান্ডেজ, ইউলিয়া ভিন্তুর, নিকেতন মোদক প্রত্যেকে সময় কাটাচ্ছেন ভাইজানকে ঘিরে।
View this post on Instagram
অভিনেতা জ্যাকলিন ফার্নান্ডেজ শেয়ার করেছেন অনেক ফোটো ও ভিডিও। বলা চলে প্রকৃতির কোলে রয়েছেন তাঁরা। পাহাড় ও সবুজে ঘেরা ফার্মহাউসে সঙ্গী কিন্তু বেশকিছু পোষ্যও। দিনের বেশিরভাগ সময়টা তাই সবুজের সঙ্গেই কাটাতে পারছেন মিসেস সিরিয়াল কিলার-এর অভিনেতা।
বিগ বস সিজন ছয়ের প্রতিযোগী নিকেতন মোদকও রয়েছেন সলমনের সঙ্গে তাঁর ফার্মহাউসে। ইউলিয়া ভিন্তুর তো প্রায়ই থাকেন, লকডাউনে অনেকটা সময় কাটাচ্ছেন এখানে। প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রায়শই তাঁকে ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায় সোশাল মিডিয়ায়।
View this post on Instagram
View this post on Instagram
It has been a while… #iuliavantur #horseriding #beauty #life #sunday #staysafe #isolation
অভিনেতা ওয়ালুসচা ডিসুজাও রয়েছেন সেখানে। শাহরুখ খানের ছবি ফ্যান-এ কাজ করেছিলেন তিনি। কিছুদিন আগেই সলমন খান দুঃস্থদের প্রয়োজনীয় জিনিসপত্র বিলি করেছেন তাঁর ফার্মহাউস থেকেই। সেই ভিডিও সোশাল মিডিয়াতেও পোস্ট করেছেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন