SRK-Fatima: সিলভার স্ক্রিনে বলিউড বাদশা শাহরুখের বাদশাহী প্রেম চেটেপুটে উপভোগ করে দর্শক। সিনেমার পর্দায় শাহরুখের উপস্থিতিতে নেচে ওঠে ভক্তহৃদয়। নয়ের দশকের রোম্যান্টিক নায়ক হিসেবেই দর্শকের মনে দাগ কেটেছেন। এখন অবশ্য সিক্স-প্যাক অ্যাবস-অ্যাকশন প্যাকড মুভিতেও উড়ছে শাহরুখের সাফল্যের উড়ান। দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছে কিং খানের ভক্ত।
দঙ্গল খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখ ছোট থেকেই শাহরুখের প্রেমে অন্ধ! সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথা নিজেই বলেন অভিনেত্রী। শুধু তাই নয় শাহরুখের ছবিতে শিশু শিল্পী হিসেবে কাজ করার সময় শুটিং সেটে গৌরীকে দেখে মন ভেঙেছিল ফতিমার! তখন মনে হয়েছিল শাহরুখ তো বিবাহিত!
ওয়ান টু কা ফোর ছবিতে কাজ করেছিলেন ফতিমা সানা শেখ। ছোটবেলার স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, 'ওয়ান টু কা ফোর-এ যে শিশুশিল্পীরা কাজ করেছিল আমি তাদের মধ্যে একজন। ওঁর চারপাশে থাকার সুযোগ পেয়ে আনন্দে একেবারে আত্মহারা হয়ে উঠেছিলাম। কারন ছোট থেকেই শাহরুখ আমার ক্রাশ। যখনই শাহরুখের সিনমা দেখতাম মনেই হত না যে উনি বিবাহিত।'
আরও বলেন, 'প্রতিটি নায়িকাকে দেখে মনে হত সেই যেন শাহরুখের বাস্তব প্রেমিকা বা স্ত্রী। কিন্তু, যখন গৌরীকে দেখলাম তখন মন ভেঙেছিল। ও তো বিবাহিত? কাজল আর অন্য নায়িকাদের কী হবে? এক মুহূর্তে যেন চোখের সামনে বিশ্ব ব্রহ্মান্ড ঘুরপাক খাচ্ছিল।'
ছোটবেলায় শাহরুখের পোস্টার দিয়ে ঘর সাজিয়ে রাখতেন ফতিমা সানা শেখ। সেই দিনগুলোর কথা মনে করে অভিনেত্রী বলেন, 'তখন তারকাদের পোস্টকার্ড বা স্ট্যাম্প সাইজের ফটো পাওয়া যেত। ওগুলো দিয়ে আমি ঘরের একটা দরজা সাজিয়েছিলাম। ভাইয়ের সঙ্গে আমার লড়াই হত। ওঁর প্রিয় অভিনেতা জ্যাকি শ্রফ আর আমার শাহরুখ।'
স্মৃতিচারণা করে বলেন, 'দুজনকে নিয়ে দিন-রাত তর্ক চলতই।' প্রসঙ্গত, দঙ্গলে অভিনয়ের পর আমিরের সঙ্গে নাম জড়িয়েছিল ফতিমার। খান পরিবারের মেয়ে ইরার বিয়েতে ফতিমার উপস্থিতি প্রেমের গুঞ্জনকে আরও উসকে দিয়েছিল। যদিও এই খবরের সত্যতা আমির বা ফতিমা কেউই স্বীকার করেননি।'