/indian-express-bangla/media/media_files/2025/03/20/Y68dvicqTG6ZEk96XlBx.jpg)
Tollywood: কোর্টের দ্বারস্থ হতেই যা শুনলেন পরিচালক Photograph: (Instagram)
Federation Vs Tollywood: ইন্ডাস্ট্রির বুকে এসব কী অবস্থা? শেষ কিছুদিনে বহুবার দেখা গিয়েছে, ফেডারেশনের নানা কাণ্ডকীর্তি এবং বিধি নিষেধের কারণে টলিপাড়ার বুকে শুটিং স্থগিত। শুধু তাই নয় বহুবার পরিচালকরা দ্বারস্থ হয়েছেন কোর্টের। টেকনিশিয়ানদের তরফে কাজে বাধা আসতে তাঁরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পর্যন্ত হয়েছিলেন। তিনি জানিয়েছিলেন কোনওভাবেই শুটিং বন্ধ রাখা যাবে না।
কিছুদিন আগেই 'প্রেম আমার ২' ছবির পরিচালক বিদুলা ভট্টাচার্য ফেডারেশনের বাধা পেয়েই উচ্চ আদালতের কাছে গিয়েছিলেন। এবং আজ, মাননীয় বিচারপতি এই ঘটনার উত্থাপন করেন। তিনি ফেডারেশন এবং গিল্ডকে নির্দেশ দিয়েছেন কোনওভাবেই বিদুলার কাজে বাধা দেওয়া যাবে না। একটা বছর ধরে যেন এই সমস্যা আরও জট পাকাচ্ছে। গতবছর পরিচালকরা অভিযোগ এনেছিলেন ফেডারেশনের স্বৈরাচারী নেতৃত্বের বিরুদ্ধে।
তারপর, এমনও জানা গিয়েছিল ফেডারেশনের লোক ছাড়া কাজ করতে গেলেই সমস্যা দেখা দিচ্ছে। রীতিমতো জুলুমবাজি চলছে ইন্ডাস্ট্রির বুকে এমনটাও জানা গিয়েছিল। পাল্টা, পরিচাল এবং প্রযোজকদের অধিকাংশকেই যৌন হেনস্থার অভিযোগে বিদ্ধ করেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। এরপরই তাঁর বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের করা হয়। আজ, এই বিষয়েও আইনজীবীদের প্রশ্ন করেন মাননীয় বিচারপতি মহাশয়। তিনি জানতে চান, এই কেস খতিয়ে দেখা হয়নি কেন? কিন্তু, বিদুলা এখন কিছুটা স্বস্তিতে। তাঁর কাজে যে বাধা পাবেন না তিনি সেকারণেই ইতিবাচক দিক দেখছেন।
প্রসঙ্গেই এক সংবাদমাধ্যমে তিনি ক্ষোভ উগড়ে দেন ফেডারেশনের বিরুদ্ধে। তাঁর কথায়, "ফেডারেশনের কারণে আমাদের অবস্থা খুব খাপার। বাংলায় ছবির লগ্নি হচ্ছে না। ছবির সংখ্যা কমছে। অনেক কষ্টে আমরা প্রযোজক জোগাড় করি। কিন্তু, ফেডারেশন আর গিল্ডের কারণে তাঁরা চলে যান। সারা দেশ জুড়ে পরিচালকরা খুব স্বাধীনভাবে কাজ করেন, আমাদের এখানেই যত গণ্ডগোল। সবকিছু ওদের নিজেদের ইচ্ছেমত চলে।" কিন্তু, এই পরিচালকের আশঙ্কা এই হারে চলতে থাকলে সমস্যা হয়ে যাবে।
ফেডারেশন একসময় দাবি করেছিল, এই টলিউডের বুকে নাকি গুপী শুটিং হয়। কিন্তু, বিদুলা জানিয়েছেন, এখানে এসব কেউ করে না। গোপনে শুটিং হয় না। শুধু, ফেডারেশন বেশি নাক গলায় বলেই সকলে নিজেদের মতো কাজ করার চেষ্টা করে।