ভোটাভুটির বাজারে কত কিছুই না হয়। ভারতবর্ষেও লোকসভা নির্বাচনে দেখা যায় দলীয় জোটে সামিল হচ্ছেন অনেক তারকাই। আবার নির্বাচনে হেরে গেলে তারা দল থেকে বেরিয়েও যান। এবার, সেই দৃশ্য দেখা গেল বাংলাদেশেও।
Advertisment
বাংলাদেশের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন অনেক তারকাই। যার মধ্যে ফিরদৌস, মাহিয়া মাহী এবং হিরো আলমের কথা না বললেই নয়। তিনজনই বেশ জনপ্রিয়। নিজেদের কাজের খাতে তাঁদের পরিচিতি দুই বাংলাতেই সমান জনপ্রিয়। আর নির্বাচনে?
তিনজন তারকার মধ্যে ভোটাভুটির ফল যা হল, তাতে বেশ অবাক হতে হয়। ফিরদৌস সরকার পক্ষের তরফে দাঁড়িয়েছিলেন। প্রথমবারের মতো তিনি ভোটে দাঁড়ান। শেখ হাসিনার প্রবল অনুরোধেই তিনি এই কাজে অংশ নেন। এবং বলাই বাহুল্য, বিপুল ভোটে তিনি জিতেছেন। অভিনেতার দীর্ঘদিনের কেরিয়ার, মানুষের কাছে তিনি হিরোর তকমা পেয়েছেন। কাজ করেছেন এপার বাংলাতেও। একসময় জানিয়েছিলেন শাহরুখের সামনে তাঁকে বাংলাদেশের শাহরুখ বলে পরিচয় দিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ।
প্রথমবারের মতো ভোটে দাঁড়িয়েছেন এবং তাতেই জিৎ। আসল খবর এখানেই, তাঁর কেন্দ্রেই ভোট দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি, এও খবর শেখ হাসিনা নাকি ফিরদৌসকেই ভোট দিয়ে তাকে সাধুবাদ জানান। অন্যদিকে, মাহিয়া মাহি। এই অভিনেত্রীও এপার বাংলায় বেশ জনপ্রিয়। তিনি নির্দল পক্ষে লড়েছিলেন। কিন্তু মাত্র ৯০০০ এর কাছাকাছি ভোট পেয়ে তিনি পরাজিত।
বাকি রইলেন হিরো আলম। তিনি তাঁর মিউজিক ভিডিও এবং গানের জন্য মানুষের কাছে খোরাকের পাত্র। এবার ভোটে হেরেও তিনি রক্ষে পেলেন না। বগুড়ার ৪টি আসনে তিনি বিপুল ভোটে হেরেছেন। কিন্তু এতে রেগে আগুন তিনি। তাঁর জোরালো দাবি, এই নির্বাচনে অনেক ভুলভ্রান্তি রয়েছে। তাই এই নির্বাচন মানেন না।