New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/FotoJet-13.jpg)
FIFA World Cup 2018: উইল স্মিথের র্যাপ থেকে রোনাল্ডিনহোর শট, ইউটিউব মাতাচ্ছে Live It Up
বিশ্বকাপে স্মৃতির কোলাজ সাজাতে বসলে শুধুই যে ফুটবল থাকবে এমনটা নয়। থাকবে বিশ্বকাপ নিয়ে তৈরি বেশ কিছু জনপ্রিয় গানও। রিকি মার্টিনের ‘কাপ অফ লাইফ' থেকে শাকিরার ‘ওয়াকা-ওয়াকা’ হয়ে কে নানের ‘ওয়েভিন ফ্ল্যাগ’। তালিকাটা বেশ লম্বাই।
Advertisment
তো সেই গানের সংসারে এবার নতুন অতিথি ‘লিভ ইট আপ’। পুয়ের্তো রিকার গায়ক নিকি জ্যামের এই নিবেদন ইতিমধ্যেই ঝড় তুলে দিয়েছে ইউটিউবে। হলিউডের বিখ্যাত অভিনেতা উইল স্মিথ এখানে আরও একবার বুঝিয়ে দিলেন যে, র্যাপার হিসেবেও তিনি দুরন্ত। গলা মিলিয়েছেন আলবেনিয়ান গায়িকা এরা এস্ত্রেফি। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহোর ঝলকও রয়েছে এই ভিডিওটি-তে। শুধু লিভ ইট আপই নয়. শুনে নিন বিশ্বকাপের জনপ্রিয় বেশ কিছু গান।
Advertisment