শনিবার, রাজ্যের পঞ্চম দফা ভোটে (West Bengal Assembly Election 2021 5th Phase) অগ্নিপরীক্ষা অদিতি মুন্সী (Aditi Munshi) এবং পার্ণো মিত্রর (Parno Mittra)। একজন রাজনীতির ময়দানে নবাগতা হলেও অন্যজন গত লোকসভা ভোটের সময়ে গেরুয়া মন্ত্রে দীক্ষিত হলেও প্রথমবার নির্বাচনী প্রার্থী। তৃণমূলের হয়ে অতিদি মুন্সী লড়ছেন রাজারহাট-গোপালপুর (Rajarhat-Gopalpur) বিধানসভা কেন্দ্রে। অন্যদিকে বরানগরে 'বিজেপির বাজি' পার্ণো মিত্র। দুই প্রতিপক্ষ শিবিরের প্রতিদ্বন্দ্বীই হেভিওয়েট মুখ। অতঃপর, আগামীকাল ভোটবাক্সে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে চলেছেন সবুজ-গেরুয়া দুই শিবিরের মহিলা প্রার্থী পার্ণো এবং অদিতি। ওদিকে, তারকা প্রার্থীদের মধ্যে একুশের বিধানসভা ভোটে 'হ্যাটট্রিকের দোড়গোড়ায়' তৃণমূলের (TMC) দুই প্রার্থী ব্রাত্য বসু (Bratya Basu) এবং চিরঞ্জিৎ (Chiranjeet)।
প্রসঙ্গত, পঞ্চম দফায় ভোট হবে ৬ জেলার ৪৫ আসনে। কালিম্পং জেলার একমাত্র আসনের পাশাপাশি জলপাইগুড়ির ৭ এবং দার্জিলিঙের ৫ আসনে ভোটগ্রহণ। এছাড়াও ভোট দেবেন উত্তর ২৪ পরগনার ১৬, পূর্ব বর্ধমানের ৮ এবং নদিয়ার ৮ আসনের ভোটাররা।
উল্লেখ্য আগামীকাল এই ৪৫ আসনের মধ্যে রাজ্য-রাজনীতি অথবা বিনোদনজগতের চেনা মুখে এগিয়ে রয়েছে তৃণমূল। সংশ্লিষ্ট দফায় পদ্ম শিবিরের তারকা মুখ বলতে শুধু পার্ণো মিত্র।
তৃণমূলপ্রার্থী অদিতি মুন্সীর বিরুদ্ধে বিজেপির হয়ে প্রতিদ্বন্দিতা করছেন শমীক ভট্টাচার্য। যিনি কিনা বিজেপির (BJP) প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের দলীয় মুখপাত্রও। অতঃপর পোড়খাওয়া হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে রাজনীতির ময়দানে নবাগতা অদিতির কঠিন লড়াই। তবে স্বামী দেবরাজ চক্রবর্তী ও শ্বশুর দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে জড়িত বলে উপদেষ্টা হিসেবে পাশে পেয়েছেন পরিবারের দুই সদস্যকে। রাজারহাট-গোপালপুরে অদিতি বনাম শমীকের হাড্ডাহাড্ডি লড়াই অবশ্যম্ভাবী।
অন্যদিকে, বরানগরেও (Baranagar) দুই চেনা মুখের লড়াই। তৃণমূলের প্রার্থী তাপস রায় (Tapas Roy)। যিনি কিনা রাজ্যের বিদায়ী মন্ত্রীও বটে। সংশ্লিষ্ট কেন্দ্র থেকেই পরপর ২ বারের বিধায়ক। এবার জিততে পারলে বরানগর আসনে হ্যাটট্রিক করবেন তাপস রায়। তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধেই পদ্ম শিবির বাজি ধরেছে পার্ণো মিত্রকে। সম্প্রতি পার্ণোর শেষ প্রচারাভিযানে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল বরানগর। অতঃপর ভোটের দিনও নজরে থাকবে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র।
ওদিকে, 'হ্যাটট্রিকের দোড়গোড়ায়' ২ পোড়খাওয়া তৃণমূলপ্রার্থী ব্রাত্য এবং চিরঞ্জিৎ। দমদম (Dum Dum) বিধানসভা কেন্দ্র থেকে রাজ্যের শাসকদলের হয়ে লড়ছেন নাট্যকার, অভিনেতা তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী ব্রাত্য বসু। গত দুই বিধানসভা নির্বাচনে দমদম বিধানসভা কেন্দ্র থেকেই জিতেছেন তিনি। তাই এবারেও সেই আসন থেকে তৃণমূলের 'তুরুপের তাস' ব্রাত্য।
বারাসত (Barasat) বিধানসভা কেন্দ্রে পরপর ২ বারের বিধায়ক হওয়ার পর এবারেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভরসা রেখেছেন তারকা চিরঞ্জিতের উপরই। এবার জিতলে বারাসত বিধানসভা কেন্দ্রে তিনিও হ্যাটট্রিক করবেন।