Advertisment

করোনা নিয়ে চিন্তিত 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী', সতর্ক করলেন রাজ্যবাসীকে

'বোম্বাগড় দৈনিক পত্রিকা' পড়ে চিন্তায় রাজা। মন্ত্রীও মুখে মাস্ক পড়ে রাজার সঙ্গে আলাপ আলোচনায় ব্যস্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনার জেরে চিন্তায় হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী।

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর জেরেই ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে প্রেক্ষাগৃহ। বাতিল হয়েছে সমস্ত শুটিং। পিছিয়ে গিয়েছে বেশকিছু ছবির মুক্তি। ভয়ানক পরিস্থিতিতে চিন্তিত হবুচন্দ্র রাজা এবং গবুচন্দ্র মন্ত্রী।

Advertisment

'বোম্বাগড় দৈনিক পত্রিকা' পড়ে চিন্তায় রাজা। মন্ত্রীও মুখে মাস্ক পড়ে রাজার সঙ্গে আলাপ আলোচনায় ব্যস্ত। প্রাণঘাতী করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে কী করবেন আর কী করবেন না তাও জানিয়েছেন বোম্বাগড়ের রাজা এবং মন্ত্রী।

করোনা সংক্রমণ রুখতে হালকা ছলেই সাবধান করছেন তারা। মন্ত্রী বলছেন, “নতুন আপদের নাম করোনা।” রাজা বলছেন, ''নিজের মুখে বারবার করে হাত দেওয়াতে মানা।'' দেশ জোড়া আতঙ্কের পরিবেশে পাশাপাশি এসেছেন মোদী-দিদি একথাও বলছেন রাজা।

আরও পড়ুন, করোনা সতর্কতা: টেকনিশিয়ানদের জন্য তহবিল গঠনে টলিউড

‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’-র রিলিজ নিয়ে চিন্তিত ছিলেন দেব। কিন্তু এখনও পর্যন্ত দেব এন্টারটেইনমেন্টসের তরফে এই ছবির মুক্তি পিছোন নিয়ে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের গল্প ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ এবং ‘সরকার মশাইয়ের থলে’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। দেব প্রথমেই জানিয়েছিলেন, রূপকথার গল্পের মতো করেই সেলুলয়েডে এই ছবি নিয়ে আসতে চান তিনি।

এখনও পর্যন্ত ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২83। শুক্রবারই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে। এখনও পর্যন্ত যা সর্বাধিক বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus Dev saswata chatterjee
Advertisment