অভিনেতা নানা পাটেকর এবং আরও তিনজনের বিরুদ্ধে অবশেষে এফআইআর দায়ের করলেন প্রাক্তন অভিনেত্রী তনুশ্রী দত্ত। মুম্বইয়ের ওশিওয়ারা পুলিশ স্টেশন এফআইআর দায়ের করা হয়েছে। বুধবার রাতে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। নানা পাটেকর, কোরিওগ্রাফার গণেশ আচার্য্য, পরিচালক রাকেশ সারাং ও প্রযোজক সামি সিদ্দিকির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় শ্লীলতাহানি ও অশ্লীলতার অভিযোগ দায়ের হয়েছে। লিখিত অভিযোগ জানানোর একদিন পরে পুলিশ স্টেশনে যান তনুশ্রী, এবং বলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার বিরুদ্ধে স্টুডিয়োর বাইরে ২০০৮ সালে তাঁর গাড়ির ওপর হামলা চালানো ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করতে চান।
আরও পড়ুন, মহিলাদের প্রতি অশ্রদ্ধা পোষণ করেন নানা পাটেকর: তনুশ্রী দত্ত
দু পাতার লিখিত অভিযোগে নানা পাটেকরের বিরুদ্ধে বিস্তারিত বিবরণ দিয়েছেন তনুশ্রী। ২০০৮ সালেই নানা পাটেকরের হাতে ‘হর্ণ ওকে প্লিজ’ ছবির সেটে হেনস্থা হয়েছিলেন তিনি। নানার বিরুদ্ধে তনুশ্রীর অভিযোগ, নাচ শেখানোর অছিলায় তাঁর শরীরে বিভিন্ন জায়গায় "অনাবশ্যক এবং অশ্লীলভাবে" হাত দিচ্ছিলেন অভিনেতা।
গণেশ আচার্য্যর বিরুদ্ধে অভিযোগ, নানার কথায় সায় দিয়ে নতুন নাচের স্টেপ শেখাচ্ছিলেন তিনি, যাতে নানা তাঁর অভব্য আচরণ চালিয়ে যেতে পারেন। তনুশ্রী এও বলেছেন, পরিচালক বিবেক অগ্নিহোত্রী নায়ক ইরফান খানের "অভিনয়ের সুবিধের" জন্য ‘চকোলেট’ ছবির সেটে তাঁকে পোশাক খুলতে বলেন। পুলিশের তরফে জানানো হয়েছে, তনুশ্রীর অভিযোগ যাচাই করে দেখা হবে, এবং তার পরেই প্রাথমিক তদন্ত করবেন তাঁরা।
অন্যদিকে, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীদের হাতে হেনস্থার ঘটনাও নতুন করে বয়ান করেছেন তনুশ্রী। ঘটনার পর গোরেগাঁও পুলিশ স্টেশনে এফআইআর করা হয়, কিন্তু সেসময় পর্যন্ত নানা পাটেকরের বিরুদ্ধে কোনও অভিযোগ জানানো হয় নি।
Read in English,Tanushree Dutta files FIR against Nana Patekar, three others in Mumbai