Advertisment
Presenting Partner
Desktop GIF

সিনেমার টিকিটে জিএসটি-র হার কমানোয় খুশি বলিউড

১০০ টাকা পর্যন্ত ছবির টিকিটে জিএসটির পরিমাণ ১৮ শতাংশ থেকে কমে দাঁড়াল ১২ শতাংশ। যেখানে ১০০ টাকার টিকিটে ২৮ শতাংশ পর্যন্ত জিএসটি দিতে হত সেটাই এবার নেমে এল ১৮ শতাংশে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জিএসটির হার কমে যাওয়ার খুশির হাওয়া সিনেমা ইন্ডাষ্ট্রিতে। Source: Instagram/karanjohar

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি শনিবার সিনেমার টিকিটে জিএসটির হার কমে যাওয়ার কথা ঘোষনা করেন। আর এই খবরেই খুশির হাওয়া সিনেমা ইন্ডাষ্ট্রিতে। বলিউড তারকারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, ১০০ টাকা পর্যন্ত ছবির টিকিটে জিএসটির পরিমাণ ১৮ শতাংশ থেকে কমে দাঁড়াল ১২ শতাংশ। যেখানে ১০০ টাকার টিকিটে ২৮ শতাংশ পর্যন্ত জিএসটি দিতে হত সেটাই এবার নেমে এল ১৮ শতাংশে। পরিচালক করণ জোহর এদিন টুইটারে নিজের বার্তা লিখে শেয়ার করেছেন।

Advertisment

অনুপম খের এমন একজন মানুষ যাকে সোশাল মিডিয়ায় বেশ কয়েকবার মুখ খুলতে দেখা যায়। তিনিও প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রীসভাকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

আরও পড়ুন, জিরো দেখে দর্শক মর্মাহত, কিন্তু তাই বলে এমন ট্রোল!

সিদ্ধার্থ রায় কাপুর, প্রযোজক গিল্ডের সভাপতি, তিনি বলেন, ''ভারতীয় ফিল্ম ইন্ডাষ্ট্রির তরফে এধরনের ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য আমি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এটা সিনেমা ইন্ডাষ্ট্রিকে আরও বেশি বিনিয়োগের দিকে ঠেলবে। যাতে কাঠামোগত ও সৃজনশীল উন্নয়ন দুইই সম্ভব। সারা ভারত জুড়ে ভাল সিনেমা হল তৈরি হবে''।

Read the full story in English 

PM Narendra Modi karan johar
Advertisment