/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/bony-AMP.jpg)
দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনা হানা। মঙ্গলবার এক লক্ষের গন্ডি পেরিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে করোনা হানা দিল বনি কাপুরের বাড়িতে। তাঁর বাড়িতে কাজ করা পরিচারকের দেহে মিলল করোনা ভাইরাসের ইতিবাচক উপস্থিতি।
শ্রীদেবীর মৃত্যুর পর দুই মেয়ে জাহ্নবী এবং খুশি কাপুরকে নিয়ে লোখান্ডওয়ালা কমপ্লেক্সের গ্রিন একরে থাকেন বনি৷ মঙ্গলবার একটি বিবৃতিতে তিনি বলেন যে ১৬ মে থেকে আইসোলেশনে রয়েছে তাঁর বাড়ির পরিচারক৷ ইতিমধ্যেই সেই পরিচারককে কোয়ারেন্টাইনেও রাখার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে।
View this post on InstagramStaying at home is still the best solution we have. Stay safe everyone ????????
A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on
আরও পড়ুন, আইসিইউ-তে আশিষ রায়, সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে আসার অনুরোধ হনসল মেহতার
তবে স্বস্তির খবর এটাই এখনও কাপুর পরিবারে করোনার কোনও লক্ষণ দেখা যায়নি। বলিউডের প্রোডিউসার বলেন, "আমি, আমার সন্তানেরা এবং আমার পরিবারের বাকি সদস্যরা সবাই সুস্থ আছি। কারুর দেহেই এই ভাইরাসের সংক্রমণের কোনও লক্ষণ দেখা যায়নি। আমরা লকডাউন শুরু হওয়ার পর থেকে বাড়ির বাইরে বেরোয়নি৷ আমরা মহারাষ্ট্র সরকার এবং বৃহণ মুম্বাই কর্পোরেশনের কাছে কৃতজ্ঞ দ্রুতগতিতে কাজ করার জন্য। বিএমসি-এর তরফে যা যা নির্দেশিকা দেওয়া হয়েছে আমরা সঠিকভাবে তা পালন করছি৷ আমরা আসা করছি খুব শীঘ্রই আমাদের পরিচারক সুস্থ হয়ে উঠবেন এবং বাড়িতে ফিরে আসবেন।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন