Advertisment
Presenting Partner
Desktop GIF

স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ, মামলা দায়ের জনপ্রিয় চিত্র পরিচালকের বিরুদ্ধে

ঘটনার ভিডিও ফুটেজও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
leopard attack aarey colony, aarey colony leopard attack, mumbai leopard attack, mumbai girl dead leopard, Maharashtra news, Maharashtra news updates, eknath shinde news, mumbai news, mumbai live updates, mumbai live news, mumbai live, mumbai latest news, Osmanabad (Dharashiv) district news, Osmanabad news updates, indian express

স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ, মামলা দায়ের জনপ্রিয় চিত্র পরিচালকের বিরুদ্ধে

স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ উঠলো চিত্র পরিচালক কমল কিশোর মিশ্রের বিরুদ্ধে। এই মর্মে থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী। ঠিক কী বলা হয়েছে অভিযোগে?

Advertisment

অভিযোগে জানানো হয়েছে, গত বুধবার পারিবারিক বিবাদের জেরে চিত্র পরিচালক কমল মিশ্র তাঁর স্ত্রীকে গাড়ি দিয়ে চাপা দিয়ে হত্যার চেষ্টা করেন। এই ঘটনায় প্রাণে বাঁচলেও মাথায় গুরুতর চোট লাগে তাঁর স্ত্রী’র। 

এদিকে গোটা ঘটনাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনার ভিডিও ফুটেজও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বুধবার, ২৬ অক্টোবর তাঁর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে, মুম্বাইয়ের আম্বোলি থানায় আইপিসির ২৭৯ এবং ৩৩৮ নম্বর ধারায় চিত্র পরিচালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

স্ত্রী’র দাবি, ঘটনার জেরে তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে। আম্বোলি থানার পুলিশ  সূত্রে খবর, চিত্র পরিচালকের বিরুদ্ধে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ।

Advertisment