স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ উঠলো চিত্র পরিচালক কমল কিশোর মিশ্রের বিরুদ্ধে। এই মর্মে থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী। ঠিক কী বলা হয়েছে অভিযোগে?
অভিযোগে জানানো হয়েছে, গত বুধবার পারিবারিক বিবাদের জেরে চিত্র পরিচালক কমল মিশ্র তাঁর স্ত্রীকে গাড়ি দিয়ে চাপা দিয়ে হত্যার চেষ্টা করেন। এই ঘটনায় প্রাণে বাঁচলেও মাথায় গুরুতর চোট লাগে তাঁর স্ত্রী’র।
এদিকে গোটা ঘটনাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনার ভিডিও ফুটেজও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বুধবার, ২৬ অক্টোবর তাঁর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে, মুম্বাইয়ের আম্বোলি থানায় আইপিসির ২৭৯ এবং ৩৩৮ নম্বর ধারায় চিত্র পরিচালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
স্ত্রী’র দাবি, ঘটনার জেরে তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে। আম্বোলি থানার পুলিশ সূত্রে খবর, চিত্র পরিচালকের বিরুদ্ধে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ।