Advertisment
Presenting Partner
Desktop GIF

মুম্বইতে FIR দায়ের 'তাণ্ডব'-এর বিরুদ্ধে, যোগীর পুলিশকে সাহায্যের আশ্বাস মহা-সরকারের

থামছে না বিতর্কের রেশ! 'তাণ্ডব' নির্মাতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।

author-image
IE Bangla Web Desk
New Update
Tandav

নতিস্বীকার করে, ওয়েব সিরিজের দৃশ্য ছেঁটেও লাভ হয়নি। 'তাণ্ডব' (Tandav) নিয়ে দেশজুড়ে বিতর্কের রেশ যেন কিছুতেই থামছে না। উত্তরপ্রদেশের পর এবার মুম্বইতে 'তাণ্ডব' নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। ওদিকে ইতিমধ্যেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে, উত্তরপ্রদেশ পুলিশ যা পদক্ষেপ নেবেন, তাতে তাঁরা সবরকম সাহায্য করবেন।

Advertisment

'তাণ্ডব'-এর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (২), ১৫৩-র এ এবং ২৯৫এ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের হয় মুম্বইয়ের ঘাটকোপার থানাতে। সিরিজের পরিচালক আলি আব্বাস জাফর, প্রযোজক, চিত্রনাট্যকারদের পাশাপাশি সইফ আলি খান এবং জিশান আয়ুবের বিরুদ্ধেও দায়ের করা হয় FIR।

প্রসঙ্গত, 'তাণ্ডব'-এর বেশ কয়েকটি দৃশ্যে হিন্দু দেব-দেবীদের আঘাত করার অভিযোগ তুলে ফুঁসে ওঠেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath )। এই ওয়েব সিরিজের বিরুদ্ধে যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, সেকথাও স্পষ্ট জানানো হয় যোগীর মুখপাত্রের তরফে। সলভ মণি ত্রিপাঠী, যিনি কিনা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মুখপাত্র, তিনি জানিয়েছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, তাই কোনওভাবেই ছাড় পাবেন না আলি আব্বাস জাফর, সইফ আলি খানরা (Saif Ali Khan)। শিগগিরই উত্তরপ্রদেশ পুলিশ মুম্বইতে পৌঁছবে। উত্তরপ্রদেশ পুলিসের কাজে মহারাষ্ট্র সরকার যেন কোনওভাবেই বাধা না দেয় বলেও জানিয়ে দেওয়া হয় স্পষ্ট করে। সেই প্রেক্ষিতেই যোগী সরকারকে সবুজ সংকেত দেওয়া হয়েছে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে।

প্রসঙ্গত, ১৫ জানুয়ারি ‘তাণ্ডব’ মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই এই ওয়েব সিরিজ নিয়ে বিতর্ক শুরু হয়। মহম্মদ আয়ুব জিশান অভিনীত এক দৃশ্যে শিবকে অপমান করা হয়েছে বলে দাবি করেন নেটিজেনদের একাংশ। এরপরই বিজেপি নেতা কপিল মিশ্র তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে বিষয়টিতে হস্তক্ষেপ করার দাবি রাখেন। উপরন্তু নেটদুনিয়াতেও ট্রেন্ডিং হয় #BanTandavNow। উত্তর প্রদেশের হজরতগঞ্জে অভিযোগ দায়ের হয় পরিচালক আলি আব্বাস জাফর এবং সইফ আলি খানের বিরুদ্ধে। যার জেরে সইফের বাংলোর বাইরে কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন ছিল। শুধু নবাবের বাড়ির বাইরেই নয়, আমাজনের অফিসের বাইরেও বাড়িয়ে দেওয়া হয়েছিল নিরাপত্তা। যাবতীয় বিতর্কের জেরেই এবার ‘তাণ্ডব’-এর কন্টেন্টে বদল এনে বিতর্কিত দৃশ্য মুছে ফেলেন নির্মাতারা। কিন্তু তাতেও বিতর্ক থামেনি।

yogi adityanath Tandav
Advertisment