/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/abir-jisshu-759.jpg)
সম্মুখ সমরে আবির-যিশু। ফোটো- শশী ঘোষ
আবির চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত, দুজনের টক্কর হতে চলেছে বড় পর্দায়। এর আগে সৃজিতের 'রাজকাহিনী' ছবিতে আবির-যিশু থাকলেও একসঙ্গে ছিলেন না। সেভাবে দেখতে গেলে বড়পর্দায় তাঁদের জোড়া অভিষেক বলতে পারেন। এত কথা যাকে নিয়ে, সেই ছবির নাম 'বর্ণপরিচয়'। মৈনাক ভৌমিকের পরিচালনায় যুগলবন্দী টলিউডের প্রথম সারির এই দুই অভিনেতার। বৃহস্পতিবার আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে মুক্তি পেল এই ছবির 'ফার্স্ট লুক'।
বর্ণের সাথে হোক আজ নতুন করে পরিচয়।
Here goes the First Look Poster of #Bornoporichoy@talkmainak@SVFsocial@Jisshusengupta@PriyankaSarkarB@aroyfloyd@savvygupta@iammony@SVFMusic@hoichoitv@SangeetBangla@SVFCinemaspic.twitter.com/4GXJhDj9j0
— Abir Chatterjee (@itsmeabir) February 21, 2019
আরও পড়ুন, ‘গুমনামী’ নিয়ে বিতর্কের জবাব দিলেন সৃজিত মুখোপাধ্যায়
'বর্ণপরিচয়' একটি থ্রিলার ছবি। এক পুলিশের গোয়ন্দা ও খুনীর মধ্যের চড়াই উতরাই দেখা যাবে ছবিতে। ইদানীং মৈনাক ভৌমিক বাঙালি দর্শককে বেশ কিছু ভাল ছলি উপহার দিচ্ছেন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল তাঁর ছবি 'জেনারেশন আমি'। সামাজিক বার্তা থেকে সোজাসুজি থ্রিলার। ছবির নামের সঙ্গে ট্যাগলাইন লেখা রয়েছে, 'গ্রামার অফ ডেথ'।
আরও পড়ুন, মুক্তি পাওয়ার একদিনের মধ্যেই ট্রেন্ডিংয়ে শাশুড়ি-বৌমার অর্ন্তঘাত
ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে এই নিয়ে দু নম্বর ছবি করছেন মৈনাক। 'বর্ণপরিচয়ে' আবির, যিশু ছাড়াও দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। আর সঙ্গীত পরিচালনা করছেন অনুপম রায়। এবছরই মুক্তি পাওয়ার কথা এই ছবির।