'বাইশে শ্রাবণ'-এর সিক্যুয়েল 'দ্বিতীয় পুরুষ'। আট বছর পর ব্লকবাস্টার সেই ছবিরই স্পিন অফ নিয়ে আসছেন সৃজিত। শনিবার প্রকাশ্যে এল ছবির চরিত্রদের লুক। অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন, ঋতব্রত মুখোপাধ্যায়ের নতুন চেহারা চমকে দেবে। তবে সবথেকে বেশি নজর কাড়ছে অনির্বাণের লুক।
Advertisment
প্রথমেই জানা গিয়েছিল আগের ছবির কিছু চরিত্রদের দেখা যাবে এই ছবিতে। সেই মতোই আগের চেহারায় দেখা মিলল পরমব্রত চট্টোপাধ্যায় এবং রাইমা সেনের। তবে লুকে চমকে দিয়েছে অনির্বাণ। অন্যভাবে দেখা গিয়েছে ঋতব্রত মুখোপাধ্যায়। লুক, চুলের স্টাইল, পোশক-যেন ভোলবদল।
ছবিতে ছোট চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। 'দ্বিতীয় পুরুষ'-এ রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, ঋদ্ধিমা ঘোষ। থ্রিলার জঁরে সৃজিত যে বাজিমাত করেই থাকেন একথা নতুন করে বলার নয়। তাঁর শেষ থ্রিলার ‘ভিঞ্চিদা’ দেখার পরও দর্শক তার সিক্যুয়াল দাবি করেছিল। তার ‘বাইশে শ্রাবণ’-এর পরের ছবির চাহিদা তো আগে থেকেই রয়েছে।
ছবি নিয়ে প্রযোজনা সংস্থার কর্ণধার মহেন্দ্র সোনি বলেছিলেন, ”থ্রিলারের সংজ্ঞা বদলে দিয়েছিল বাইশে শ্রাবণ। আর থ্রিলারে সৃজিত মাস্টার প্লেয়ার। আমি নিশ্চিত দ্বিতীয় পুরুষও একইরকমভাবে গ্রহণ করবেন দর্শক। ২০২০ তে মুক্তি পাবে এই ছবি।” পুজোর পরেই শুটিং শুরু হয়েছিল এই ছবির। সম্ভবত জানুয়ারীতে মুক্তি পাবে 'দ্বিতীয় পুরুষ'।