/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/paoli-ritwick.jpg)
পাওলি দাম ও ঋত্বিক চক্রবর্তী।
প্রতীম ডি গুপ্তার পরিচালনায় শান্তিলাল ভট্টাচার্য তো আসছেন কিন্তু কেমন দেখতে হবে এই নতুন গোয়েন্দাকে সেই সম্পর্কে কোনও ধারনা ছিল না। এবার প্রকাশ্যে এল ঋত্বিক চক্রবর্তীর লুক। প্রসঙ্গত, ঋত্বিক ও পাওলিকে নিয়ে ইঙ্ক তৈরি করছিলেন প্রতিম। এবার সেই ছবিরই নতুন নামকরণ করলেন পরিচালক। প্রতিমের কথায়, ”ছবির নামটা পরিবর্তন করলাম। বাংলা না ইংরাজী কি ছবি সেটা নিয়ে দর্শকদের মধ্যে দোলাচল রাখতে চাইনি। আশা করছি শান্তিলাল একটা ফ্র্যাঞ্চাইজি তৈরি করবে। আমার কারও কাছ থেকে কপি রাইটও কিনতে হবে না।”
Paoli Dam is NANDITA in Shantilal O Projapoti Rohoshyo, releasing this August. #FirstLook#Shantilalpic.twitter.com/Q7THjDgBVt
— ρяαтιм ∂. gυρтα (@PratimDGupta) June 28, 2019
ছবিতে ঋত্বিক একটি ইংরাজী দৈনিকের রিপোর্টার। কাজের সূত্রেই আলাপ হয় নন্দিতা অর্থাৎ পাওলির সঙ্গে। প্রথমবার কোনও গোয়েন্দা চরিত্রে কাজ করছেন ঋত্বিক চক্রবর্তী। তিনি বললেন, ”গোয়েন্দা চরিত্র তো আছেই , কিন্তু আর থেকেই বেশি চিত্রনাট্য টেনেছিল আমাকে। এটা একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার কিন্তু সঙ্গে মজাও রয়েছে। এই নিয়ে প্রতিমের সঙ্গে চার নম্বর ছবিতে কাজ করছি আমি।”
Ritwick Chakraborty is #Shantilal in Shantilal O Projapoti Rohoshyo, arriving this August. #FirstLookpic.twitter.com/e0fmKIdiPe
— ρяαтιм ∂. gυρтα (@PratimDGupta) June 28, 2019
ছবিতে ঋত্বিক-পাওলি ছাড়াও দেখা যাবে গৌতম ঘোষ, চিত্রাঙ্গদা, অম্বরীশ ভট্টাচার্যের মতো শিল্পীদের। সৃজিত মুখোপাধ্যায়কেও দেখা যাবে অতিথি চরিত্রে। ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’-এর সঙ্গীত পরিচালনায় অর্ক। অগাস্টেই মুক্তি পাওয়ার কথা এই ছবির।