/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/october-759-2.jpg)
সুজিত সরকার পরিচালিত অক্টোবর ছবিটি মুক্তি পাবে ১৮এপ্রিল
ইন্ডাস্ট্রির নতুন মুখ বনিতা সান্ধু। এর আগে কয়েকটি বিজ্ঞাপনে দেখা গেছে বনিতাকে। পরিচালক সুজিত সরকারের অক্টোবর ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে তাঁকেই। আগামী ১৩এপ্রিল মুক্তি পাবে ছবিটি। কেন দেখবেন সুজিত সরকার পরিচালিত অক্টোবর? জেনে নিন ছবির ইউএসপি।
লেখক-পরিচালক জুটি
অক্টোবর ছবির স্ক্রিপ্ট লিখেছেন জুহি চতুর্বেদী। পরিচালনায় সুজিত সরকার। এর আগে ভিকি ডোনার এবং পিকু ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। পিকুর পর অক্টোবর ছবিতে এই জুটির কাজ চোখে পড়বে আবারও। বলা বাহুল্য় ভিকি ডোনার এবং পিকুর জনপ্রিয়তা দর্শকদের আশা বাড়িয়ে দিয়েছে অনেকটাই। বেশ কয়েকটি সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, এ ছবির কাজ শেষ করতে আড়াই বছরেরও বেশি সময় লেগেছে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/shoojit-sircar-2.jpg) পরিচালক সুজিত সরকারের সঙ্গে অভিনেতা বরুণ ধাওয়ান।
 পরিচালক সুজিত সরকারের সঙ্গে অভিনেতা বরুণ ধাওয়ান।অন্য়রকম গল্প
প্রেমের গল্প চিরকালই পছন্দ দর্শকদের। তবে অক্টোবর ছবিতে বলা প্রেমের গল্পটি অন্য়ান্য় লাভস্টোরির থেকে বেশ অনেকটাই আলাদা। ছবির কলাকুশলীদের দাবি, এতদিনের চলে আসা ট্রেন্ডকে ছাপিয়ে অন্য় পথে হাঁটবে এই ছবি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/october-759.jpg)
বরুণ ধাওয়ানের অভিনয়
বরুণ ধাওয়ানের অনবদ্য় অভিনয় মন কাড়বে দর্শকদের। এর আগেও সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান, অন্য়ান্য় ছবির শ্য়ুটিংয়ের তুলনায় এই ছবির অভিজ্ঞতা একেবারেই আলাদা। বরুণের গতে বাঁধা ইমেজ ভেঙে এক অন্য় বরুণকে দেখা যাবে ছবিতে।
ছবির ভিডিওটি দেখুন:
শান্তনু মৈত্রের আবহ সংগীত
ছবিতে অন্য়তম মুখ্য় ভূমিকা পালন করে ছবির গান। এ ক্ষেত্রে শান্তনু মৈত্রের পরিচালনায় করা আবহসংগীত ইতিমধ্য়েই সমাদৃত দর্শক মহলে। ছবির পরবর্তী গানগুলিও যে দর্শকদের মন কাড়বে তা বলাই বাহুল্য়।
মনকাড়া শ্যুটিং স্পট
ছবিতে ব্য়বহৃত অতুলনীয় শ্য়ুটিং স্পট। যা দর্শকদের মন কাড়বে বলে আশা রাখছেন ছবির গোটা টিম।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/shoojit-sircar-3.jpg) অক্টোবর ছবির একটি দৃশ্য়
 অক্টোবর ছবির একটি দৃশ্য়http://indianexpress.com/article/entertainment/bollywood/varun-dhawan-banita-sandhu-october-5132561/
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

 Follow Us
 Follow Us