নাইজেরিয়ানের গলায় কাল হো না হো, তাজ্জব বনে গেল নেট দুনিয়া

৫৮ সেকেন্ডের এই ভিডিও ক্লিপই প্রমাণ করে শাহরুখ খানের ভক্তদের পরিসংখ্যান। আলি গুল খান জানিয়েছেন , তিনি বিশ্বাস করেন ভারতীয়দের চেয়ে বেশি বলিউড ছবি দেখেন নাইজেরিয়ানরা।

৫৮ সেকেন্ডের এই ভিডিও ক্লিপই প্রমাণ করে শাহরুখ খানের ভক্তদের পরিসংখ্যান। আলি গুল খান জানিয়েছেন , তিনি বিশ্বাস করেন ভারতীয়দের চেয়ে বেশি বলিউড ছবি দেখেন নাইজেরিয়ানরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শাহরুখ খানের ভক্তরা যে শুধু ভারতেই রয়েছে এমনটা কিন্তু একেবারেই নয়। বিশ্বব্যাপী রয়েছে বলিউড বাদশার ভক্তদের ভিড়। তারই নজির পাওয়া গেল আরেকবার। এবার শিরোনামে নাইজেরিয়া। সেখান কার এক অখ্যাত বাসিন্দা বন্ধুর সেলফি ক্যামেরায় শাহরুখের সিনেমার বিখ্যাত গান গেয়ে তিনি আজ ভাইরাল। নেটিজেন দের হাতে সে ভিডিও বেশ কিছুদিন যাবৎ ঘোরপাক খাচ্ছিল সোশাল মিডিয়ার ময়দানে।

Advertisment

আলি গুল খান নামে এক ব্যক্তি ভিডিও টি শেয়ার করেছেন টুইটারে । ৫৮ সেকেন্ডের এই ভিডিও ক্লিপই প্রমাণ করে শাহরুখ খানের ভক্তদের পরিসংখ্যান। আলি গুল খান জানিয়েছেন , তিনি বিশ্বাস করেন ভারতীয়দের চেয়ে বেশি বলিউড ছবি দেখেন নাইজেরিয়ানরা। আপাতত এই ক্লিপের ভিউ ছাড়িয়েছে ৭৫ হাজার। তিন নাইজেরিয়ান বন্ধুর মধ্যে একজন ফোন ধরে আছেন অন্যজন গান গাইছেন, বাকিজন বন্ধুর সুরেলা গলার প্রশংসা করছেন।

Advertisment

জিরো বক্সঅফিসে ব্যবসা করতে পারুক বা নাই পারুক, কিং খান যে বলিউড বাদশা তার এর থেকে ভাল প্রমাণ আর কিই বা হতে পারে।

Read the full story in English