Tollywood on Buddhadeb Bhattacharya's Death: রাজনীতি ছাড়াও, তিনি সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। নন্দন চত্বরে হামেশাই তাকে দেখা যেত। এতবছর, পশ্চিমবাংলার হয়ে সে প্রতিনিধিত্ব করেছেন, তাই তাকে হারিয়ে যেন একজন গুণী মানুষের অভাব বোধ করছেন প্রসেনজিৎ থেকে দেব সকলেই।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াণে শোকস্তব্ধ রাজনীতি মহল থেকে বিনোদন জগৎ। বিনোদুনিয়ায় শুধু বাম সমর্থকরা নয়, বরং মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যকে ভালবাসতেন যারা, তারা সকলেই যেন শোকাহত।
Advertisment
শ্রীলেখা মিত্র মানসী সিনহাদের পাশাপাশি, উজ্জ্বল নক্ষত্র কে নিয়ে এবার শোক জ্ঞাপন করেছেন টলিপাড়ার মুখ্যরা। রাজনীতিবিদ বুদ্ধদেব ছাড়াও, তিনি সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। নন্দন চত্বরে হামেশাই তাকে দেখা যেত। এতবছর, পশ্চিমবাংলার হয়ে সে প্রতিনিধিত্ব করেছেন, তাই তাকে হারিয়ে যেন একজন গুণী মানুষের অভাব বোধ করছেন প্রসেনজিৎ থেকে দেব সকলেই।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সমাজমাধ্যমের পাতায় লিখছেন, "একজন সত্যিকারের ভালো গুনী মানুষ চলে গেলেন ...ভালো থাকবেন .. বুদ্ধ বাবুর পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।" টলিপাড়ার জ্যেষ্ঠ পুত্র একা নন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ দেবও। অভিনেতা এবং সংসদ লিখছেন...
"একজন অত্যন্ত ভদ্র মানুষ, এবং একজন অত্যন্ত উঁচু মানের নেতা। আপনার আত্মার শান্তি কামনা করি।" তাদের পাশাপাশি কলম ধরেছেন আরেক বাম সমর্থক সব্যসাচী চক্রবর্তী পুত্র গৌরব চক্রবর্তী। বুদ্ধবাবু শুধু একজন নেতা নন, তার আদর্শ অনুপ্রাণিত করেছে বহু বাঙালিকে। তার সাদা ধুতি পাঞ্জাবিতে একফোঁটা কালি ছিটানোর ক্ষমতা কারোর নেই বলেই অনেকে মনে করেন। গৌরব সমাজ মাধ্যমের পাতায় লিখেছেন...
"বুদ্ধবাবুর প্রয়াণে আন্তরিকভাবে দুঃখিত। আপনার আদর্শ রাজনীতির অনেক উপরে। অনেক মানুষকে অনুপ্রাণিত করেছেন আপনি। আমিও অনুপ্রাণিত হয়েছি। আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করি।"
উল্লেখ্য, আগামীকাল শায়িত থাকবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ। মুখ্যমন্ত্রী তরফে আর্জি রাখা হয়েছে, যেন নন্দন কিংবা রবীন্দ্রসদনে বুদ্ধবাবুর মরদেহ আনা হয়। নীলরতন সরকার মেডিকেল কলেজে, মরণোত্তর দেহ দান করা হবে।