পুরোনো ছন্দে ফিরলেন সৌরভ, কী বললেন দাদা?

ফের চেনা সুরে যাত্রা শুরু "২২ গজের পড়ে এবার প্রশ্ন আর উত্তর দাদার উপর দাদাগিরি"।

ফের চেনা সুরে যাত্রা শুরু "২২ গজের পড়ে এবার প্রশ্ন আর উত্তর দাদার উপর দাদাগিরি"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

"ভেতর ভেতর ভয় কাটলেই দাদা হয়, দাদা কোথায়?" ফের সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যস্ত হয়ে পড়লেন দাদাগিরির সেটে। গতকাল থেকে শুরু হয়েছে দাদাগিরির শুটিং।

Advertisment

সপ্তাহ দুয়েক আগে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের কোভিড হওয়ায় ‘দাদা’ সপরিবারে কোয়ারান্টাইনে ছিলেন। স্তব্ধ হয়ে পড়ে ‘দাদাগিরি সিজন ৮’। সেই সময় দাদা জানিয়েছিলেন, "সেটের কর্মীদের প্রতিযোগী এবং জি বাংলার সমস্ত শিল্পী, কলাকুশলীদের বিপদের মুখে ঠেলে দিতে চান না তিনি। বিশেষ করে খুদে প্রতিযোগীদের। তাই নেগেটিভ রেজাল্ট এলেও কাজে ফিরতে চাননি দাদা"।

অবশেষে রবিবার থেকে শুরু হয়েছে শুটিং। কিন্তু কতজন উপস্থিত থাকছে সেটে। দাদা নিজেই জানিয়েছেন ১০ জন। সোশ্যালে নিজের শুট ডে র ছবি সহ শুটিং শুরু বার্তা দিয়েছেন মহারাজ। ইনস্টা পোস্টে জানিয়েছেন, ‘‘মাত্র ১০ জনকে নিয়ে কাজ। সারাক্ষণ সেট স্যানিটাইজড হচ্ছে। তবে বিষয়টি মন্দ নয়।’’

Advertisment

View this post on Instagram

Shoot day

A post shared by SOURAV GANGULY (@souravganguly) on

ফের চেনা সুরে যাত্রা শুরু "২২ গজের পড়ে এবাক প্রশ্ন আর উত্তর দাদার উপর দাদাগিরি"।

Sourav Ganguly