/indian-express-bangla/media/media_files/2025/01/12/z9OtbMlPtezZfdm3WxWy.jpg)
ফসিলসের লিড গিটারিস্ট প্রয়াত Photograph: (ফাইল চিত্র )
Fossils Ex-lead Guitarist Death: সময় সে যে সব সময় ভালো খবর দেয় না কিছু দুঃখের খবরও দেয় তা যেন আজ আবারো প্রমাণিত হলো। যে মানুষটা সকালবেলা প্রোফাইল পিকচার বদলেছেন, দুপুর গড়াতে সে মানুষটা যে আর থাকবে না এই কথাটা অনুরাগীরা ভাবতেও পারছেন না। প্রয়াত ফসিলসের প্রাক্তন লিড গিটারিস্ট চন্দ্রমৌলি বিশ্বাস।
বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর। রবিবার দুপুরে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয় নিজের বাড়ি থেকে। তিনি বহু ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন। সূত্র মারফত জানা যাচ্ছে, তিনি হয়তো বা আত্মঘাতী হয়েছেন। ফসিলসকে সঙ্গদ দেওয়ার পর তিনি বাজাতেন, গোলক এবং জম্বি কেজ কন্ট্রোল ব্যান্ডের সঙ্গে।
পুলিশ সুত্রে খবর, তাঁরা এই ঘটনাকে আত্মহত্যা হিসেবেই দেখছেন। জানা যাচ্ছে, বাড়িতে ঐ সময় একাই ছিলেন তিনি। তাঁর বাবা মা দুপুরবেলা একটি নিমন্ত্রনে গিয়েছিলেন, তখনই এই ঘটনা ঘটান চন্দ্র। বেসিস্ট এর দলের বর্তমান সদস্য মহুল চক্রবর্তী তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। তিনি একটি কাজেই তাঁর বাড়িতে গিয়েছিলেন। দীর্ঘ সময় তিনি চন্দ্রকে ফোন করে না পাওয়ায় তাঁর বাড়িতে যান। সেখানে গিয়ে যে এমন কিছু দেখতে পাবেন যেন ভাবতেও পারেনি।
মহুল, চন্দ্রর মৃত্যুর খবর থানায় জানান। এবং এই অস্বাভাবিক মৃত্যুতলা দায়ের করে তদন্ত করছে পুলিশ। সংবাদ মাধ্যমে মহুল জানিয়েছেন, বেলা ১১টা নাগাদ কাজের জন্যই তাঁকে ফোন করেছিলেন। কিন্তু, ফোনে তাঁর সাড়া পাননি। চিন্তা হতে শুরু করে। এবং তাঁর বাড়িতে এসে দেখেন এই কাণ্ড। তাঁর মৃতদেহের সঙ্গে মিলেছে সুইসাইড নোট। জানা যাচ্ছে, অর্থকষ্ট এবং অবসাদে ভুগছিলেন তিনি। হাতে কাজ ছিল না।
উল্লেখ্য, আজ কল্যানীতে শো রয়েছে ফসিলসের। এবং রুপম এর স্ত্রী রূপসা আজকের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন। আজকের দিনের পারফরমেন্স যে সবথেকে কষ্টদায়ক হতে চলেছে, সেকথাও তিনি জানিয়েছেন। এমনকি, তিনি নাকি অনুষ্ঠান শুরুর আগে এও বলেছিলেন, "চন্দ্রর স্মৃতিতে আমরা এই নীরবতাটা চাইছি না। বরং চিৎকার হোক।"