মাসখানেক আগে যখন মুক্তি পায় বলিউডের লকডাউনে বসে তৈরি ছবি ফিল্মি, মোটামুটি সেই সময় থেকেই গৃহবন্দি থেকেও শর্ট ফিল্ম তৈরির একটি ট্রেন্ড শুরু হয়েছে সারা দেশে। সিনেমা মাধ্যমটাই এমন যে চিত্রনাট্য, এডিটিং আর পরিচালনার দক্ষতায় অন্য বাস্তবতা তৈরি করা হয় যা থিয়েটার বা লাইভ পারফরমেন্সে সম্ভব নয়। তাই গৃহবন্দি অবস্থাতেই তৈরি হচ্ছে একাধিক ছোট ছবি।
এক মাসেরও বেশি সময় ধরে শুটিং বন্ধ বাংলায়। অভিনেতা-অভিনেত্রীরা মিস করছেন শুটিং ফ্লোর। পরিচালক-চিত্রনাট্যকারেরা অস্থির হয়ে উঠছেন নতুন কিছু না করতে পেরে। তাই আরও বেশি করে বন্দিদশায় থেকেও নিজেদের কাজ করে যাওয়ার প্রচেষ্টা। বিশেষ করে বাংলার টেলিজগতের সদস্যদের তৈরি বেশ কিছু ছোট ছবি এসেছে সম্প্রতি।
আরও পড়ুন: বাঙালিরা যে বিশেষ ৩টি কারণে দেখবেন নেটফ্লিক্স-ছবি ‘এক্সট্র্যাকশন’
যেহেতু বছরভর প্রতিদিনের শুটিংয়ের বাধ্যবাধকতায় থাকেন টেলিজগতের মানুষজন, তাই এইভাবে ঠিক বিরতি পেতে অভ্যস্ত নন তাঁরা। তাই বন্ধু-সহকর্মীরা মিলে তৈরি করছেন ছবি, শেয়ার করছেন সোশাল মিডিয়ায়। তার মধ্যে ৪টি রইল নীচে--
অলিভিয়া সরকার ও সুদীপ সরকার একসঙ্গে কাজ করেছেন 'সীমারেখা' ধারাবাহিকে। এখন দুজনেই গৃহবন্দি। সম্প্রতি এই দুই সহকর্মী-বন্ধু একটি ২ মিনিটের শর্ট ফিল্মে সেই সব প্রেমিক-প্রেমিকাদের কথা বলেছেন যাঁরা লকডাউনে একসঙ্গে নেই। দেখে নিতে পারেন ছবিটি নীচের লিঙ্কে ক্লিক করে--
বাংলা টেলিভিশনের পুরস্কারপ্রাপ্ত পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার বহু জনপ্রিয় ধারাবাহিকের পরিচালনা করেছেন। তার মধ্যে রয়েছে 'পটল কুমার গানওয়ালা' ও সাম্প্রতিক 'ত্রিনয়নী'। এই সময়ে তিনি একটি নতুন চ্যানেল লঞ্চ করেছেন ইউটিউবে। লকডাউনে ঘরে বসে তৈরি বেশ কয়েকটি শর্ট ফিল্ম তৈরি করছেন স্বর্ণেন্দু। নিয়মিত ব্যবধানে সেগুলি আসবে অনলাইনে। দেখে নিতে পারেন তার মধ্যে একটি যেখানে রয়েছেন অনিমেষ ও অরিন্দ্য। পাশাপাশি টেলি-অভিনেতাদের পরিবারের সদস্যরাও অভিনয় করেছেন--
পরিচালক সৃজিত রায় তাঁর ছোট ছবি 'মানুষ মানুষের জন্য'-এ নিয়ে এসেছেন টেলিজগতের অনসম্বল কাস্ট। রয়েছেন সোমা বন্দ্যোপাধ্যায়, দেবপ্রতিম দাশগুপ্ত, যুধাজিৎ বন্দ্যোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, মিমি দত্ত, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, অসীম রায়চৌধুরী প্রমুখ। গল্প ও চিত্রনাট্য অনিন্দিতা রায়চৌধুরীর। ছবিটি দেখে নিতে পারেন নীচের এমবেল লিঙ্কে ক্লিক করে--
করোনা সংক্রমণ ও লকডাউন ঠিক কতটা জরুরি ও কেন, তা এখনও অনেক মানুষই ঠিক বুঝে উঠতে পারেননি। বিশেষ করে লকডাউনে প্রতিদিন বাজার যাওয়ার অভ্যাস যে কতটা সমস্যা তৈরি করছে, তা অনেকেই এখনও অনুধাবন করে উঠতে পারছেন না। সেই সচেতনতার উদ্দেশ্যেই তৈরি অপূর্ব রায়ের ছোট ছবি। বাংলা ছবিতে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন অপূর্ব। পরিচালক হিসেবে স্বতন্ত্র ভাবে কাজ করতে চান। এই ছবি তার একটি ছোট প্রয়াস যেখানে অভিনয় করেছেন কৌশিকী গুহ, গোপাল তালুকদার ও শুভ দাস। রইল লিঙ্ক--
এই সব ছবিগুলিতেই কিন্তু রয়েছে সাম্প্রতিক সময়। কোথাও অসুখ নিয়ে সচেতনতার কথা বলা হয়েছে গল্পের ছলে। কোথাও আবার লকডাউনের সময় মানুষের পাশে থাকার কথা বলা হয়েছে। এই গৃহবন্দি দশায় কী কী নতুন উপলব্ধিতে উপনীত হচ্ছেন মানুষ, সেই কথাও উঠে আসছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন