Advertisment
Presenting Partner
Desktop GIF

পর্ন-কাণ্ডের তদন্তে অসহযোগিতা রাজ কুন্দ্রার! সংস্থার ৪ কর্মীকে সাক্ষী বানাল পুলিশ

Raj Kundra Porn Racket: আর্থিক দুর্নীতি আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে ইডি।

author-image
IE Bangla Web Desk
New Update
Raj Kundra, Raj Kundra Arrest, Shilpa Shetty, Mumbai Police, রাজ কুন্দ্রা, শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রার পুলিশি হেফাজত, bengali news today

রাজ কুন্দ্রার পুলিশ হেফাজত বাড়ল

Raj Kundra Porn Racket: পর্ন-কাণ্ডে পুলিশকে সাহায্য করছেন না রাজ কুন্দ্রা। এবার তাই তাঁর সংস্থার ৪ কর্মীকে সাক্ষী বানাল মুম্বাই পুলিশ। জানা গিয়েছে, ম্যাজিস্ট্রেটের সামনে তাঁদের বয়ান রেকর্ড করা হবে। এই মামলায় ধৃত রাজ কুন্দ্রার বানিজ্যিক ও আর্থিক বিষয়ে ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁদের থেকে জানা হবে, পর্ন ব্যবসা চালানোর অর্থ কোথা থেকে পেতেন রাজ। মূলত এখন সেই বিষয়েই তদন্ত করছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। 

Advertisment

জানা গিয়েছে, পুলিশি হেফাজতে থাকা রাজের থেকে কোনও তথ্য বের করতে পারেনি পুলিশ। তাই তাঁর সংস্থা ভিয়ান ইন্ডাস্ট্রিজের এই চার কর্মীকে সাক্ষী বানিয়েছে মুম্বাই পুলিশ। এদিকে পর্ন তৈরি টাকা কি ব্যাটিংয়ে লাগাতেন রাজ কুন্দ্রা? এই প্রশ্নের উত্তর পেতে আর্থিক দুর্নীতি আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে ইডি। সেই মামলার তদন্তে খতিয়ে দেখা হতে পারে বিদেশী মুদ্রা লঙ্ঘনের অভিযোগও। যদিও ২৬ জুলাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ওই কেন্দ্রীয় সংস্থা। এমনটাই সূত্রের খবর।

অপরদিকে, শনিবার রাজের ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এ আরও একবার তল্লাশি চালিয়ে একটি গুপ্ত লকারের সন্ধান পায় অপরাধ দমন শাখা। সেখান থেকে রাজের ব্যবসা এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত প্রচুর নথি উদ্ধার হয়েছে। এদিকে, রাজ কুন্দ্রা আরও তিন থেকে চারটি পর্নোগ্রাফি অ্যাপ চালায় বলে অনুমান মুম্বই পুলিশের। চাঞ্চল্য কর বেশ কিছু তথ্যের ভিত্তিতে এমনটাই মনে করছে পুলিশ। আপাতত গোটা বিষয়টির তদন্তে মেনেছে তারা। এছাড়া, ধৃত ব্যবসায়ী রাজ কুন্দ্রা অফিসে তল্লাশির সময় দেয়াল থেকে উদ্ধার হয়েছে গোপন আলমারি। সেখান থেকেও ব্যবসায় আর্থিক বিনিময় এবং ক্রিপ্টোকারেন্সির বহু তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।

ইতিমধ্যেই তদন্তে শিল্পা ও রাজের জুহুর বাসভবনে যায় তদন্তকারীরা৷ সেখানে অভিনেত্রী তথা রাজ কুন্দ্রার স্ত্রী শিল্পা শেট্টিকে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়৷ যদিও পর্ন তৈরি নিয়ে স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন শিল্পা শেট্টি৷ সোশাল মিডিয়া পোস্টে অভিনেত্রীর বার্তা, অতীতেও তিনি অনেক লড়াই করেছেন এবং আগামিদিনেও তা করবেন৷ পর্ন এবং ইরোটিকার মধ্যে তফাত রয়েছে বলে দাবি তাঁর৷

পর্নগ্রাফি অ্যাপ চালানার দায়ে গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী ও অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। অভিযোগ যে, নিজের সংস্থা ভিয়ান ইন্ডাস্ট্রির মাধ্যমে পর্ন অ্যাপ হটশট চালাত সে। মুম্বই পুলিশের এর শীর্ষ অফিসারের কথায়, ‘গুগল ও অ্যাপেল থেকে হটশট বাতিলের পর মনে হয় রাজ কুন্দ্রা আরো তিন চারটে অ্যাপের মাধ্যমে তা দর্শকদের কাছে পৌঁছে দিত।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

ED Mumbai Police Shilpa Shetty Raj Kundra
Advertisment