Women Centric web Series: পুরুষতান্ত্রিক সমাজে নারীদের জয়জয়কার দেখতে কার না ভাল লাগে? তাঁর থেকেও বড় কথা, বর্তমানে নারীকেন্দ্রিক ছবির এবং সিরিজের সংখ্যা ক্রমশই বাড়ছে। কিন্তু, এই সিরিজগুলো কেন এত জনপ্রিয় হচ্ছে? কন্টেন্ট নাকি ভায়োলেন্স নাকি অতিরিক্ত লজিক্যাল কোনও বিষয়। সেই নিয়েই আলোচনা তুঙ্গে।
কোন কোন সিরিজ বর্তমানে খুব আলোচনায় ছিল? কেউ কেউ সেই সিরিজগুলিকে অতিরিক্ত ছিঃ ছিঃ করেছে, আবার কারওর কাছে সেগুলি দারুণ কন্টেন্ট। কিন্তু, তাঁর সঙ্গে ভার্বাল অ্যাবিউজ অথবা অবসাদের সংজ্ঞাও ছিল সেই সিরিজ গুলি। বিশেষ করে, এমন কিছু সম্পর্কের প্যাঁচ দেখানো হয়েছে সেখানে...
১. ডাইনি: বর্তমানে এই সিরিজ নিয়ে নানা কথাবার্তা চলছে। কারণ? মিমি চক্রবর্তীর অভিনয়ের থেকে বেশি অনেকেই এই সিরিজকে ভায়োলেন্স দিয়ে ভরপুর বলে অভিহিত করেছেন। সমাজের কুসংস্কার ডাইনি প্রথার বিরুদ্ধে আওয়াজ তুলেছে এই সিরিজ। দুই বোনের লড়াই দেখানো হয়েছে এই সিরিজে। আবার কেউ কেউ বলেছেন, এহেন সিরিজে এত ভায়োলেন্স, ভয়ঙ্কর দৃশ্যপট সহ্য করার মতো নয়। কিন্তু, নানা কারণেই কথা হচ্ছে এই সিরিজ নিয়ে।
২. লজ্জা: লজ্জা ২ আসছে। কিন্তু, এর প্রথম ভাগে দেখানো হয়েছিল এক মেয়ে কিভাবে সংসারে প্রতিনিয়ত তাঁর স্বামীর কাছে হেনস্থার শিকার। মুখে কদর্য ভাষার সঙ্গে সঙ্গে প্রতিদিন যে সমস্যার সম্মুখীন হয় সেই মেয়েটি, তাঁর থেকেই বাড়তে থাকে মানসিক অবসাদের মাত্রাও। সেই সিরিজ নিয়েই নানা ধরনের কথা শোনা গিয়েছিল। এবার কি হয় সেটাই দেখার।
৩. সম্পূর্ণা: এই গল্প প্রতিটা মেয়েদের। বিয়ের পরেও ধর্ষনের মত ঘৃণ্য ঘটনার কিংবা মারধরের শিকার হয় অনেক মেয়েরাই। কিন্তু, বিবাহ পরবর্তী সময়ে তাঁরা সেকথা মুখ ফুটে বলতে পারে না। কিন্তু, এই সিরিজে এক জা আরেক জায়ের হয়ে যে লড়াই লড়েছেন, তাঁর পরই এই সিরিজ নিয়ে আলোচনা হয়। এবং সেই থেকেই নারী সিরিজের ক্ষেত্রে এক আলোড়ন তোলে।
৪. পরিণীতা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এর গল্প অবলম্বনে বানানো এই সিরিজ। এই ছবিতে দেবচন্দ্রিমাকে দেখে গিয়েছিল। এবং গল্পের নিরিখেই এমন এক ভীষণ সুন্দর নারী চরিত্র পর্দায় ফুটে উঠেছে, যার কথা না বললেই নয়। বলা উচিত দেবচন্দ্রিমা দারুণ অভিনয় করেছেন এই চরিত্র। স্বাধীনতা এবং প্রেম নিয়ে নির্মিত এই সিরিজ দারুণ পছন্দ করেছেন সকলে।
৫. ইন্দুবালা ভাতের হোটেল: শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত এই সিরিজ গল্প অবলম্বনে নির্মিত। এই সিরিজে, শুভশ্রীকে বয়স্ক অবতারে দেখা গিয়েছিল। আবার সঙ্গে সঙ্গে, তিনি অল্প বয়সের ভূমিকায় দারুণ প্রশংসা কুড়িয়েছেন। এই সিরিজ এমন এক মেয়ের গল্প বলে, যে জীবনের নানা পর্যায়ে নিজের ইচ্ছেকে বজায় রেখেছে। এই সিরিজ নিয়েও আলোচনা হয়েছে।
৬. কালরাত্রি: এই সিরিজ নিয়ে যতটা আলোচনা হয়েছে, তাঁর থেকে বেশি নিন্দা হয়েছে। কারণ, সিরিজে বাড়ির মেজো বউয়ের সঙ্গে সকলের সম্পর্ক। যে কারণেই, আরও বেশি আলোচনা হতে শুরু করে। সম্পর্কের প্যাঁচ এমন দিকে ঘোরে যে, একে একে নানা সুতো আলগা হতে থাকে। এই সিরিজ নিয়ে যেভাবে সমালোচনা হয়, তাতে দ্বিতীয় সিরিজ কোনদিকে মোড় নেবে সেটাই দেখার।