Web Series: এমন ৩টি ওয়েব সিরিজ, অল্প সময়েই কেন এত জনপ্রিয় হয়ে উঠল সেগুলি?

Web Series: শেষ কিছু দিন ধরে আলোচনায় রয়েছে যেই সিরিজ, সেটি বাংলার প্রেক্ষাপটে নির্মিত। শুধু তাই নয়, বাংলার সুপারস্টারদের দেখা গিয়েছে এই সিরিজে। এছাড়াও আরও কয়েকটি সিরিজ আছে, যেগুলি ভীষণ চর্চায় ছিল। এখন প্রশ্ন এখানেই, যে কেন?

Web Series: শেষ কিছু দিন ধরে আলোচনায় রয়েছে যেই সিরিজ, সেটি বাংলার প্রেক্ষাপটে নির্মিত। শুধু তাই নয়, বাংলার সুপারস্টারদের দেখা গিয়েছে এই সিরিজে। এছাড়াও আরও কয়েকটি সিরিজ আছে, যেগুলি ভীষণ চর্চায় ছিল। এখন প্রশ্ন এখানেই, যে কেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
From khakee The Bengal Chapter These three web series why it's viral and must watch

Web series: কোন কণ ওয়েব সিরিজগুলি দেখা যেতে পারে? Photograph: (ফাইল চিত্র )

 বর্তমানে সিনেমার থেকে বেশি সিরিজের প্রতি প্রেম বেশি জনগণের। ঘরে বসে রাতের পর রাত জেগে সিরিজ দেখার যে উন্মাদনা, সেই বিষয় যারা নতুন কন্টেন্ট দেখতে ভালবাসেন, তাঁরা জানেন। কিন্তু, কোন কোন সিরিজগুলো নিয়ে শেষ কিছু সময়ে আলোচনা হয়েছে? ট্রেন্ডিং কোন সিরিজগুলো, যেগুলি এখনও দেখেননি, কিন্তু দারুণ কিছু রয়েছে সেই সিরিজে?

Advertisment

শেষ কিছু দিন ধরে আলোচনায় রয়েছে যেই সিরিজ, সেটি বাংলার প্রেক্ষাপটে নির্মিত। শুধু তাই নয়, বাংলার সুপারস্টারদের দেখা গিয়েছে এই সিরিজে। এছাড়াও আরও কয়েকটি সিরিজ আছে, যেগুলি ভীষণ চর্চায় ছিল। এখন প্রশ্ন এখানেই, যে কেন? কী এমন আছে এই সিরিজগুলিতে, যেগুলি মানুষের মন কেড়ে নিচ্ছে। এখন দুটি কন্টেন্ট রাজ করছে ওয়েব সিরিজের দুনিয়ায়। নয়তো মানুষ থ্রিলার এবং ক্রাইম ফিকশন দেখতে পছন্দ করছেন, আর নয়তো প্রাণ খুলে হাসতে চাইছেন। দেখে নেওয়া যাক, কোন সিরিজগুলো নিয়ে এত আলোচনা..

খাঁকি দ্যা বেঙ্গল চ্যাপ্টার: শেষ কিছুদিনে এই সিরিজ নিয়ে আলোচনা তুঙ্গে। প্রথম পার্ট বিহার চ্যাপ্টারের পর নীরজ পান্ডের এই সিরিজে ধামাকা সৃষ্টি করেছে। এক তো, বাংলার সব বড় স্টারদের নিয়ে এই সিরিজ। অর্জুন মিত্র হিসেবে জিৎ যেমন দুর্দান্ত, ঠিক তেমনই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বরুণ রায় হিসেবে ফের একবার স্ক্রিন কাঁপিয়ে দিয়েছেন। শহর কলকাতার এমন এক দিক দেখানো হয়েছে এই সিরিজে যেটি সত্য ঘটনা অবলম্বনে। পশ্চিমবঙ্গ তখন লাল দুর্গ। এবং সেইসময় এমন একটি ঘটনা ঘটে, যেই সাপেক্ষেই এই সিরিজ নির্মাণ করা হয়েছে।

Advertisment

দুপাহিয়া: অ্যামাজন প্রাইমের এই সিরিজ, মার্চ মাসের ২০ তারিখ রিলিজ করেছে। কিন্তু, অল্প দিনের মধ্যেই এই সিরিজ দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। ধরকপুর গ্রামের গল্প এটি। ২৫ বছর ধরে এই গ্রামে কোনও ক্রাইম হয়নি। এবং সেখানে কোনো অশান্তির রেশ মাত্র ছিল না। তারপর, এক পরিবার থেকে বাইক চুরি হয়ে যায়। তাঁরা বাড়ির জামাইয়ের জন্য পণ হিসেবে সেই বাইক কিনেছিল, কিন্তু সেটি চুরি হয়ে যায়। যদিও এই গল্প গ্রাম এবং শহরের মধ্যে পার্থক্য নিশ্চিত করেছে। এই গল্পের নিরিখে এটুকু বোঝা যাচ্ছে যে - গ্রামের মানুষ আজও কারওর বিপদ এলে একসঙ্গে আসে। কিন্তু শহরের মানুষ এমন না। এই সিরিজে দেখা গিয়েছে গজরাজ রাও, রেনুকা শাহানে, শিবানী রঘুবংশী এবং অন্যান্য।

ব্ল্যাক ওয়ারেন্ট: সালটা ১৯৮০। ব্ল্যাক ওয়ারেন্ট এমন একটি সিরিজ যেটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। তিহার জেলে তিনি টানা ৩৫ বছর ধরে জেলার ছিলেন। এটি তাঁর দৃষ্টিকোণের ওপর ভিত্তি করে নির্মিত একটি সিরিজ। যেখানে, একটা সময় এমন ধরনের ক্রিমিনালরা ছিলেন, তাঁদের ইতিহাস সাংঘাতিক। চার্লস শোভরাজ এবং রাঙ্গা-বিল্লা সহ বাস্তব জীবনের অপরাধীদের দেখানো হয়েছে এই সিরিজে। ৭টি পড়বে বিভক্ত এই সিরিজ। জাহান কাপুরকে দেখা গিয়েছে এই সিরিজে। সাধারণত, যারা ক্রাইম এবং থ্রিলার দেখতে পছন্দ করেন, তাঁদের বেশ পছন্দ হয়েছে এই সিরিজ। এবং যারা তিহার সম্পর্কে অনেক কিছু জানতে চান, তাঁদের এই সিরিজ থেকে অনেক কিছু জানা যেতে পারে।

OTT film OTT web seires