IIFA Awards 2025: বলিউডের ব্যাকবেঞ্চাররাই পেলেন পুরস্কার, IIFA-র মঞ্চে বাঁধনছাড়া সাফল্য 'লাপাতা লেডিসের'

IIFA Awards Full List Of Winners: এই বছরের অনুষ্ঠানে শোলে ছবির ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ উদযাপনের আয়োজন করা হয়। শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত তাদের মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে মঞ্চে তাক লাগিয়ে দেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
IIFA Awards 2025 complete list of winners

IIFA Awards 2025 complete list of winners: কে কে কোন বিভাগে পেলেন পুরস্কার Photograph: (Instagram)

IIFA Awards Category Wise Winners: ৮ এবং ৯ মার্চ অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস (IIFA)। এবছর ২৫তম সংস্করণ উপলক্ষে আয়োজন ছিল জয়পুরে। ৮ মার্চ আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস ২০২৫ দিয়ে উৎসব শুরু হয়। রবিবার জাঁকজমকপূর্ণ মূল অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় তারকা তাদের পরিবেশনা দিয়ে মঞ্চ আলোকিত করেছিলেন।

Advertisment

এই বছরের অনুষ্ঠানে শোলে ছবির ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ উদযাপনের আয়োজন করা হয়। শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত তাদের মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে মঞ্চে তাক লাগিয়ে দেন। অন্যদিকে করিনা কাপুর খান তার ঠাকুরদাদা কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের সিনেমায় ১০০ বছর পূর্তি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তবে, দেখা যাচ্ছে লাপাতা লেডিস থেকে কিল, সবথেকে বেশি পুরস্কার ছিনিয়ে নিয়েছে। বলিউডের বিগশটরা সেভাবে পুরস্কার ভরতে পারেনি ঝুলিতে। 

কে কোন বিভাগে পুরস্কার পেলেন, রইল পুরো তালিকাঃ 

সেরা ছবি: লাপাতা লেডিস 

Advertisment

সেরা অভিনয় (নারী): নিতানশি গোয়েল (লাপাতা লেডিস)

প্রধান ভূমিকায় সেরা পারফরম্যান্স (পুরুষ): কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া ৩)

সেরা পরিচালক: কিরণ রাও (লাপাতা লেডিস)

নেতিবাচক ভূমিকায় সেরা অভিনয়: রাঘব জুয়াল (কিল )

 সেরা সহ-অভিনেত্রী: জানকী বডিওয়ালা (শয়তান)

সেরা সহ-অভিনেতা: রবি কিষাণ (লাপাতা লেডিস)

ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অর্জন: রাকেশ রোশন

জনপ্রিয় বিভাগে সেরা গল্প (মৌলিক): বিপ্লব গোস্বামী (লাপাতা  লেডিস ) 

ডেবিউ পরিচালক: কুনাল খেম্মু (মাদগাঁও এক্সপ্রেস)

সেরা ডেবিউ অভিনেত্রী: প্রতিভা রণতা (লাপাতা  লেডিস ) 

সেরা ডেবিউ অভিনেতা: লক্ষ্য লালওয়ানি ( কিল ) 

সেরা নৃত্য পরিচালনা: বস্কো-সিজার (তাউবা তাউবা – ব্যাড নিউজ)

সেরা চিত্রগ্রহণ: রাফে মাহমুদ (কিল)

সেরা চিত্রনাট্য: স্নেহা দেশাই (লাপাতা  লেডিস )

bollywood IIFA bollywood actress Kartik Aaryan Bollywood Actor