/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/sanju-biopic-1.jpg)
sanju box office collection: সনজু ছবির একটি দৃশ্য়ে রণবীর কাপুর।
সামনের কয়েক মাসে বলিউডে মুক্তি পেতে চলেছে বেশ কয়েকটি বায়োপিক। তেমন আটটি ছবির হদিশ রইল এখানে।
সনজু ছবির পোস্টারে রণবীর কাপুর।সনজু
বলিউডের খলনায়ক সঞ্জয় দত্তের বায়োপিক সনজু ছবির টিজার মুক্তি পাওয়া মাত্রই সাড়া ফেলেছে। ছবির গল্পলেখক ও পরিচালক খোদ রাজকুমার হিরওয়ানি। যিনি সঞ্জয় দত্তকে নিয়ে মুন্নাভাই এমবিবিএস ছবি করে সাড়া ফেলে দিয়েছিলেন। এ ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। ছবি মুক্তি পাবে এ বছরের ২৯ জুন।
মণিকর্ণিকা ছবিতে রানি লক্ষ্মীবাঈ-এর চরিত্রে।মণিকর্ণিকা
ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে ইতিহাসে ও ভারতের মানুষের মনের মণিকোঠায় চিরস্থায়ী আসন পেয়ে গেছেন লক্ষ্মীবাঈ। তাঁরই বায়োপিক মণিকর্ণিকা। টেলিভিশনের পরিচিত মুখ অঙ্কিতা লোখাণ্ডে এ ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন। কৃষ পরিচালিত এ ছবির মুক্তির দিন এখনও নির্ধারিত হয়নি।
দিলজিত দোসাঞ্জ অভিনীত সন্দীপ সিং-এর বায়োপিক সুরমা।সুরমা
ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ সিংয়ের বায়োপিকে সন্দীপের চরিত্রে অভিনয় করেছেন দিলজিত দোসাঞ্জ। এ ছবির আর একটি মুখ্য চরিত্রে রয়েছেন তাপসী পান্নু। ছবি মুক্তির দিন ২৯ জুন, ২০১৮।
Thank you all for your love, warmth & support for the #FirstLook of #TheAccidentalPrimeMinister. Your response has been overwhelming.???????????? pic.twitter.com/iD0J2Idyn1
— Anupam Kher (@AnupamPKher) 7 June 2017
দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বায়োপিক দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। এ ছবিতে মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করবেন অনুপম খের। পরিচালক বিজয় রত্নাকর গুট্টের এটিই প্রথম ছবি। চলতি বছর ২১ ডিসেম্বর মুক্তি পাবে দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার।
A post shared by Harshvardhan Kapoor (@harshvardhankapoor) on
দ্য অভিনব বিন্দ্রা বায়োপিক
অভিনব বিন্দ্রার বায়োপিকের চরিত্রচিত্রণে অভিনব ব্যাপার রয়েছে। শ্যুটিং স্টার অভিনবের চরিত্রে রয়েছেন অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর। আর অভিনবের বাবার ভুমিকায় অভিনয় করছেন অনিল কাপুর। ছবির মুক্তির দিন এখনও স্থির হয়নি।
Today training with the champ herself @nehwalsaina ???? ❤️
A post shared by Shraddha (@shraddhakapoor) on
সাইনা নেহওয়াল বায়োপিক
অমোল গুপ্তা পরিচালিত ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের জীবনীভিত্তিক ছবিতে সাইনার চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। সেপ্টেম্বরে এ ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও শোনা যাচ্ছে কিছু কারণে মুক্তি পিছোতে পারে।
From the first page in Benares! @ihrithik as Anand Kumar! #Super30@Super30Film@RelianceEnt@NGEMovies@anandteacherpic.twitter.com/ddnhDqyI5B
— Phantom Films (@FuhSePhantom) 6 February 2018
সুপার থার্টি
আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে সুপার ৩০। পাটনার অঙ্কবিদ আনন্দকুমারের ৩০ জন করে ছাত্র প্রতি বছর আইআইটি পরীক্ষায় পাশ করেন। ইতিমধ্যেই এ সুবাদে সংবাদ শিরোনামে এসেছেন আনন্দকুমার। তাঁকে নিয়ে বানানো ছবিতে আনন্দকুমারের চরিত্রে অভিনয় করছেন হৃতিক রোশন। ছবির পরিচালক সিদ্ধার্থ বহেল।
আরও পড়ুন: তৃতীয় অধ্যায় ছবির ফার্স্ট লুক প্রকাশিত, তৃতীয়বার জুটি বাঁধলেন আবির-পাওলি
কপিল দেব বায়োপিক
বলিউডের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক দীর্ঘদিনের। এম এস ধোনি ও আজহারউদ্দিনের পর এবার আসতে চলেছে কপিলদেবের জীবনভিত্তিক ছবি ৮৩। প্রথম ক্রিকেট বিশ্বকাপজয়ী ভারতীয়দলের অধিনায়কের উপর ভিত্তি করে তৈরি এ ছবির মুক্তির দিন এখনও জানা যায়নি। ছবিটির পরিচালক কবির খান।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us