/indian-express-bangla/media/media_files/2025/05/06/HoXvDobFzrQ4Y7oaTnAL.jpg)
কারা কারা চলে গেলেন কাজ করতে করতেই...
কথায় বলে, শুধুই কাজ করে যেতে হয়। জীবন কোনদিন যে কী দেখায় একথা তো আর বোঝা সম্ভব না। আজ কেউ সুস্থ আছেন, আসছে দিন যে কী হতে পারে, কেউ জানেন না। নিজেরা কাজ করতে করতে শেষ নিঃশ্বাস ফেলেছেন, এমন মানুষ কম নেই। সেরকম-ই তারকাদের মধ্যেও এমন অনেকেই আছেন যারা শুটিং করতে করতে কিছুক্ষণের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
কেউ কেউ তো অতিরিক্ত কাজের কারণে, নানা সমস্যার শিকার হয়েছেন। কিন্তু কিছু তারকার মৃত্যু সত্যিই খুব ট্র্যাজিক। দেখে নেওয়া যাক ফ্লোরে কাজ করতে করতে, কারা কারা চলে গেলেন না ফেরার দেশে।
১) উত্তম কুমার, ১৯৮০ সালের ২৩ জুলাই, ওগো বধূ সুন্দরী সিনেমার শ্যুটিং চলাকালীন, উত্তম কুমার অসুস্থ বোধ করেন। পরদিন, ২৪ জুলাই, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ ক্লিনিকে মারা যান।
২) কুনাল মিত্র, ২০০৯ সালের ২১ জানুয়ারি, উৎসবের রাত্রী নামক টেলিভিশন ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন, কুনাল মিত্র হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার ইন্দ্রপুরী স্টুডিওতে মারা যান।
৩) অভিষেক চ্যাটার্জি, ২০২২ সালের ২৩ মার্চ, একটি রিয়েলিটি শোয়ের শ্যুটিং চলাকালীন, অভিষেক চ্যাটার্জি অসুস্থ বোধ করেন। তিনি বাড়িতে ফিরে যান এবং পরদিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
৪) ব্রুস লিঃ ৩২ বছর বয়সে চলে যান এই মার্শাল আর্ট আর্টিস্ট এবং অভিনেতা। গেম অফ দেথ ছবিতে কাজ করছিলেন। হঠাৎ করেই তিনি মাথাব্যাথার অভিযোগ করেন। তারপর ঘুমাতে চলে যান। তাপরর তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এবং অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত হিসেবে ঘোষণা করা হয়। তাঁর মৃত্যুর কারণ আজও অস্পষ্ট। জানা যায়, অতিরিক্ত ওষুধ সেবনে অ্যালার্জি থেকেও তাঁর মৃত্যু হওয়ার সুযোগ ছিল।
৫) তুনিশা শর্মাঃ মাত্র ২০ বছর বয়সে প্রয়াত এই নায়িকা। সুত্রের খবর তাঁকে শুটিং ফ্লোরেই মৃত অবস্থায় পাওয়া যায়। ধারাবাহিক আলিবাবার শুটিং করছিলেন। মৃত্যুর আগেই শেষ পোসট্ করে গিয়েছিলেন ইন্সটাগ্রামে। ২০২২ সালে মৃত্যু হয় তুনিশার।