মান অভিমানের পালা কি তবে শেষ? নাতির বিয়েতে না হলেও, সৎ-ছেলে সানির জন্যই মন গলল হেমার!

সানিকে নিয়ে কী বললেন হেমা?

সানিকে নিয়ে কী বললেন হেমা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Gadar 2 : hema Malini praised sunny deol

সানি-হেমা

গদর ২ শেষ কিছুদিনের মধ্যেই রেকর্ড ভেঙে ফেলেছে। সানি দেওল ২২ বছর ফিরে যেন তুলকালাম করেছেন। যখন পরিবার পরিজন এবং গোটা দেশ তাঁকে প্রশংসায় ভরিয়েছেন তখন সৎ মা হেমা মালিনী কী করে বাদ যান?

Advertisment

সানির সঙ্গে তাঁর সম্পর্কের বাগডোর খুব একটা সুখকর নয়। এমনকি সানির ছেলে করণের বিয়েতেও হেমা মালিনীকে দেখা যায়নি। সেই নিয়েও উঠেছিল নানা প্রশ্ন। কিন্তু গদর ২ রিলিজের আগেই বোন এশা দেওল দাদার হয়ে গলা চড়ালেন। এমনকি নিজের দায়িত্বে একদিন স্ক্রিনিং এর আয়োজন পর্যন্ত করেছিলেন। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন আরেক বোন অহনা এবং ববি দেওল নিজেও।

২০০২ এর সুপারহিট গদর, ভারত পাকিস্তান এর রাজনৈতিক প্রেক্ষাপটে বানানো সুপারহিট সিনেমা। সেই সিকুয়ালের আশাতেই সকলে সিনেমাহলে দৌড়েছিলেন। আর তারা বেশ আপ্লুত ছবি দেখে একথাও বলা উচিত। প্রায় ৮ দিন পর হেমা গিয়েছিলেন এই ছবি দেখতে। এবং বেরিয়ে এসে সানির প্রশংসায় পঞ্চমুখ তিনি। বললেন...

Advertisment

আমার ভীষণ ভাল লেগেছে এই ছবি। সানি তো ভীষণ ভাল। পরিচালক দারুণ ফুটিয়েছেন সত্তর এবং আশির দশকের বিষয়টা। প্রত্যেকে নিদারুণ অভিনয় করেছেন। এই ছবিটায় আমাদের এবং মুসলিম ভাইদের মধ্যে যে ভালবাসার বন্ধন দেখানো হয়েছে সেটায় আমি আপ্লুত। দেশপ্রেম আরও বেশি করে বুঝতে পারছি।

তারা সিং, ফের একবার কামাল করেছেন। বলিউডের বিগশটরাও সানিকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। অন্যদিকে, স্টারকাস্ট এও বেশি হেরফের নেই। ২০ বছর আগে যা ছিল, কমবেশি তাকেই রেখেছেন পরিচালক।

bollywood Entertainment News Sunny Deol Hema Malini Gadar-2