/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/sunny.jpg)
গদর-২ এর কামাল!
দীর্ঘ ২২ বছরের অপেক্ষার পর যেন সুনামি সৃষ্টি করেছে গদর ২। সানি দেওল অর্থাৎ তারা সিংকে দেখতে সিনেমাহলে ছুটে চলেছেন ভক্তরা। ভারত পাক রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি একটি সিনেমা স্বাধীনতার সপ্তাহে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে।
৬ দিনেই বাজিমাৎ! শাহরুখের পাঠানের পর এই ছবিই বিরাট অঙ্কের ব্যবসা করে ফেলেছে এর মধ্যেই। বিশেষ করে স্বাধীনতা দিবসের দিন, দুর্ধর্ষ এবং চমৎকার দেখিয়েছেন ভক্তরা। প্রথম থেকেই কোটিতে ব্যবসা করছিল এই ছবি। মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিন সবথেকে বেশি টাকার অঙ্ক এসেছে বক্স অফিসে।
TYPHOON - TSUNAMI - HURRICANE, that’s the power of #Gadar2 at the #BO… Yet another ₹ 30 cr+ day
🔥🔥🔥… UNSHAKABLE and UNAFFECTED, especially in *mass pockets*… Fri 40.10 cr, Sat 43.08 cr, Sun 51.70 cr, Mon 38.70 cr, Tue 55.40 cr, Wed 32.37 cr. Total: ₹ 261.35… pic.twitter.com/GOOoVyswaf — taran adarsh (@taran_adarsh) August 17, 2023
আরও পড়ুন - ‘ওদের নিজেকে প্রমাণ করার দরকার নেই…’, নব্য অভিনেতাদের গাফিলতিতে আঙ্গুল তুললেন দেবযানী
একদিনেই ৫৫ কোটি। সব মিলিয়ে ছয় দিনেই ২৬১ কোটির ব্যবসা! কামাল করেছেন সানি দেওল। শুধু তাই নয়, প্রশংসাও পাচ্ছেন লাগামছাড়া। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের কথায়, সুনামি - টাইফুন - হ্যারিকেন তৈরি করে ফেলেছে এই ছবি। গদর-২ এর এতটাই পাওয়ার। মানুষের মনোরঞ্জন করেছে এই ছবি। এই বয়সেও যা অ্যাকশন দেখিয়েছেন তিনি, তাতে সাবাস বলা ছাড়া আর কোনও উপায় নেই।
গদর ২ এর ঝড়ে ছারখার বক্স অফিস। দীর্ঘদিন পর সানি দেওল ফিরেছেন আর তাতেই ধুম ধারক্কা! আবার যেন সেই নব্বইয়ের দশক ফিরে এল। শাহরুখের ছবি সুপারহিট, সানি দেওল গদর ২ এর মাধ্যমে ঝড় তুললেন, এবং করণ জোহরের ছবি দেখতে পরিবারের সকলে মিলে সিনেমা হলে পৌঁছলেন।