Game Changer Release: ফের একবার সিনেমা উৎসব ভারত জুড়ে। কারণ, সুপারস্টার রাম চরণের ( Ramcharan ) ছবি রিলিজ করেছে আজ। গেম চেঙ্গার নিয়ে আলোচনা তুঙ্গে। অভিনেতার সঙ্গে এই ছবিতে কাজ করেছেন কিয়ারা আদবানি। বহুদিন পর তিনি আবারও কাজ করেছেন রাম চরণের সঙ্গে। কিন্তু এই ছবির ক্ষেত্রে যে সুরক্ষা ব্যবস্থা নিয়েছে তেলেঙ্গানা সরকার...
বর্তমানে খেয়াল করলে দেখা যাবে, মধ্যরাতে শো এবং তারকাদের নিয়ে সেলিব্রেশন যেন দারুণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে ভারতের বুকে। কিছু দিন আগেই যেদিন পুষ্পা ২ রিলিজ করল, সেদিন ঘটে যায় ভয়ঙ্কর কান্ড। সন্ধ্যা থিয়েটারে আল্লু অর্জুনের ( Allu Arjun ) উপস্থিতিতে প্রাণ যায় এক মহিলার। তাঁর ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি, সেই জল কতদূর গড়িয়েছে একথা অনেকেই জানেন। হাজত বাস পর্যন্ত করতে হয়েছে তারকাকে। তাই সেই ভুল আর নয়...
পরিচালক শঙ্কর বহুদিন পর এই ছবির মাধ্যমে ব্যাক করেছেন। তাঁর ছবি মানেই কমার্শিয়াল স্টেটমেন্ট তাঁর সঙ্গে সমাজকে উদ্বুদ্ধ করে এমন একটি বার্তা থাকে তাতে। এবারও নাকি ব্যতিক্রম না। তবে, এই ছবির জন্য গতকাল রাত ১টার বেনিফিট শো করতে অনুমতি দেয়নি তেলেঙ্গানা সরকার। কারণ, ২১ ডিসেম্বর তেলেঙ্গানার বিধানসভায় ঘোষণা করা হয়েছিল, সামাজিক ইস্যু বা দেশপ্রেমের ওপর ভিত্তি করে ছবি নির্মাণ না করা হলে বেনিফিট শো করা যাবে না। সেকারণেই এই সিদ্ধান্ত। বিপদ এড়াতে যে এই কান্ড করা হয়েছে সেকথা বোঝাই যাচ্ছে।
কত ব্যবসা করল এই ছবি?
Sacnilk এর রিপোর্ট অনুযায়ী, রাম চরণের এই ছবি, অগ্রিম বুকিং এর ক্ষেত্রে ২৫ কোটি টাকা আয় করেছে। দেখা যাচ্ছে, পুষ্পা ২ ছবির ক্ষেত্রে সেই র্যাংক ছিল বিরাট। প্রথম দিন, পুষ্পা ২ এর ক্ষেত্রে ভারতে ৯১ কোটি টাকা আয় করেছিল। আর এই ছবির ক্ষেত্রে সেই টাকা মাত্র ২২.৪৫ কোটি।
উল্লেখ্য, রাম চরণ RRR রিলিজ করার পর এই ছবি দিয়েই বার সিলভার স্ক্রিনে ফিরলেন। এবং, সেই ছবি নিয়ে যে উন্মাদনা ছিল ভক্তদের সেকথা অস্বীকার করা যাবে না।