/indian-express-bangla/media/media_files/2025/10/09/sandipan-garg1-1759985201-2025-10-09-11-09-00.jpg)
কী বলছেন জুবিনের স্ত্রী...
সিঙ্গাপুরে অসমীয়া সংগীত জগতের আইকন জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর কয়েক সপ্তাহ পর নতুন মোড় নিল তদন্ত। গায়কেতুতো ভাই এবং আসাম পুলিশ সার্ভিসের (এপিএস) কর্মকর্তা সন্দীপন গর্গকে গ্রেফতার করেছে রাজ্যের সিআইডির বিশেষ তদন্ত দল (এসআইটি)।
সন্দীপন গর্গ কামরূপ জেলার এক এপিএস অফিসার ছিলেন এবং জুবিনের মৃত্যুর সময় সিঙ্গাপুরে তাঁর সঙ্গেই ছিলেন। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে এক সাঁতার দুর্ঘটনায় ৫২ বছর বয়সী জুবিন গর্গের মৃত্যু হয়। ঘটনার সময় সন্দীপন ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।
এই গ্রেফতারির খবর নিশ্চিত করে জুবিন গর্গের স্ত্রী গরিমা গর্গ জানান, তিনি জানতেন যে সন্দীপনকে সিআইডি জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল এবং পরে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্ত চলমান থাকায় তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি। তাঁর কথায়, “সম্ভবত তার বক্তব্যে কিছু সূত্র পাওয়া গেছে। তদন্ত তার নিজস্ব পথে এগোচ্ছে, আমি এই মুহূর্তে কিছু বলতে পারি না।”
তবে তিনি জুবিন ও সন্দীপনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আবেগ ভরে বলেন, “জুবিন সবসময়ই সন্দীপনকে নিয়ে গর্ব করতেন। তিনি আমাদের সঙ্গে কয়েকবার মডেলিং প্রকল্পে কাজ করেছেন এবং জুবিন তাঁকে সবসময় উৎসাহ দিতেন।” গরিমা আরও জানান, “সন্দীপন সম্প্রতি পুলিশ সার্ভিসে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি মডেলিং ও অভিনয়ে যুক্ত ছিলেন। জুবিন প্রায়ই তাকে পরিবারের সবচেয়ে লম্বা ও সুদর্শন বলে গর্ব করতেন।”
জুবিনের শেষ যাত্রায় সন্দীপনের ভূমিকা সম্পর্কেও গরিমা বলেন, “সে নিজেই সিঙ্গাপুরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল, কারণ এর আগে বিদেশে কখনও যায়নি। জুবিনও তাকে সঙ্গে নিতে পেরে মনে মনে বেশ খুশি হয়েছিলেন।” অসম পুলিশের বিশেষ ডিজিপি (সিআইডি) এমপি গুপ্তা জানান, “সন্দীপন গর্গকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে ৭ দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর বেশি কিছু প্রকাশ করা যাচ্ছে না।”