Gauahar Khan: কোল আলো করে এল সন্তান, আবার মা হলেন গওহর

উল্লেখ্য, ২০২০ সালের ২৫ ডিসেম্বর গওহর খান ও জায়েদ দরবার বিয়ে করেন। ২০২৩ সালে তারা প্রথমবার বাবা–মা হন জেহানের জন্মের মাধ্যমে। আর এবার, দ্বিতীয় পুত্রসন্তানের আগমনে তাদের পরিবারে দ্বিগুণ আনন্দের বন্যা।

উল্লেখ্য, ২০২০ সালের ২৫ ডিসেম্বর গওহর খান ও জায়েদ দরবার বিয়ে করেন। ২০২৩ সালে তারা প্রথমবার বাবা–মা হন জেহানের জন্মের মাধ্যমে। আর এবার, দ্বিতীয় পুত্রসন্তানের আগমনে তাদের পরিবারে দ্বিগুণ আনন্দের বন্যা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Gauahar-Khan

তাঁর ছেলে হল না মেয়ে?

অভিনেত্রী গওহর খান ও তার স্বামী জায়েদ দরবার তাদের দ্বিতীয় সন্তানের মা–বাবা হলেন। ১ সেপ্টেম্বর দম্পতির ঘরে জন্ম নেয় একটি পুত্রসন্তান। খুশির খবরটি তারা ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। 

Advertisment

গওহর ও জায়েদ ইতিমধ্যেই একটি ছেলে, জেহানের বাবা–মা। তারা জানিয়েছেন, নতুন সদস্যকে স্বাগত জানাতে জেহান ভীষণ আনন্দিত। ইনস্টাগ্রামে দম্পতির পোস্টে লেখা- “জেহান অত্যন্ত খুশি তার ছোট ভাইকে পেয়ে, ও ১ সেপ্টেম্বর ২০২৫ সালে জন্ম নিয়েছে। পরিবারে নতুন সদস্যকে পেয়ে আমরা খুব আনন্দিত। আমাদের আনন্দময় পরিবারের জন্য আপনাদের অব্যাহত ভালোবাসা ও আশীর্বাদ কামনা করি।

এর আগে দেবিনা ব্যানার্জির সঙ্গে এক সাক্ষাৎকারে গওহর তার মাতৃত্বযাত্রার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। তিনি জানান, প্রথমদিকে তাকে বেশ কিছু জটিলতার মুখোমুখি হতে হয়েছিল, এমনকি গর্ভপাতের মতো কঠিন পরিস্থিতিও পার করতে হয়। গওহর বলেন, “আমার বিয়ের সময় বয়স ছিল ৩৬। আমরা জানতাম, এক বছরের মধ্যে সন্তানের জন্য চেষ্টা শুরু করতে হবে। কিন্তু আমার গর্ভপাত হয়েছিল এবং সেই ধাক্কা কাটিয়ে উঠে আবার নতুনভাবে চেষ্টা করার মতো মানসিক শক্তি ফিরে পেতে আমার কমপক্ষে দেড় বছর লেগে যায়। ভাগ্যক্রমে, জেহানকে গর্ভে ধারণ করার পর সবকিছু খুব ভালোভাবে এগিয়েছিল।”

Advertisment

তিনি আরও যোগ করেন, “সেই সময় কেউ ভাবেনি আমি আমার সন্তানকে হারাব। এটা ভয়াবহ অভিজ্ঞতা ছিল এবং কাটিয়ে উঠতে সময় লেগেছিল। তাই যখন আমি জেহানকে জন্ম দিলাম, তখন আমার বয়স ছিল ৩৯। এরপর যদি আরেক সন্তান চাইতাম, তবে সেটি এখনই হতে হতো, নইলে আর সম্ভব হতো না।”

উল্লেখ্য, ২০২০ সালের ২৫ ডিসেম্বর গওহর খান ও জায়েদ দরবার বিয়ে করেন। ২০২৩ সালে তারা প্রথমবার বাবা–মা হন জেহানের জন্মের মাধ্যমে। আর এবার, দ্বিতীয় পুত্রসন্তানের আগমনে তাদের পরিবারে দ্বিগুণ আনন্দের বন্যা।

entertainment Entertainment News