করোনা আক্রান্ত হয়েও শুটিং ফ্লোরে! অতঃপর কোভিড সুরক্ষাবিধি ভঙ্গের অভিযোগ তুলে গওহর খানের (Gauahar Khan) বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল বৃহন্মুম্বই পুরসভা। মুম্বইয়ের ওশিওয়াড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। এমন অভিযোগ প্রকাশ্যে আসার পর স্বাভাবিকবশতই শোরগোল বাঁধে। এর চব্বিশ ঘণ্টার মধ্যেই বিপাকে পড়ে ময়দানে নামে গওহরের টিম। জানানো হয়েছে, অভিনেত্রীর কোভিড রিপোর্ট নেগেটিভ। আর সেই জন্যই শুটিং করতে গিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত বৃহন্মুম্বই পুরনিগমের পক্ষ থেকে করা টুইটে গওহর খানের নাম উল্লেখ না করা হলেও অভিযোগনামায় লেখা হয়েছে, “শহরের নিরাপত্তার সঙ্গে কোনওরকম আপস করা যাবে না। বলিউডের এক অভিনেত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। কারণ, তিনি কোভিড ১৯ সম্পর্কিত সুরক্ষাবিধি মানেননি। নিয়ম সকলের জন্যই সমান। তাই সবাইকে সমস্ত নিয়ম মানার অনুরোধ করা হচ্ছে। এই ভাইরাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে।” উপরন্তু মুম্বইয়ের সংবাদমাধ্যমগুলোও গওহর খানের বিরুদ্ধেই আঙুল তোলে। অতঃপর প্রশ্ন উঠেছিল যে, করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও আইসোলেশনে না থেকে কেন শুটিংংয়ে গিয়েছিলেন গওহর?
ওদিকে অভিনেত্রী শুটিংয়ে এসেই জানতে পারেন যে, তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরই মঙ্গলবার গওহরের টিম একটি বিজ্ঞপ্তি জারি করে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে। তাঁদের কথায়, "বিএমসির টুইট দেখে গওহর খানের কথা মনে করার কোনও কারণ নেই। তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। ভিত্তিহীন জল্পনা করা হয়েছে শুধুমাত্র।" বিজ্ঞপ্তির সঙ্গে প্রমাণ সাপেক্ষে একটি মেডিক্যাল রিপোর্টের ছবিও দেওয়া হয়েছে।