নববর্ষে সুখবর শোনালেন গৌরব চক্রবর্তী, মা হতে চলেছেন রিধিমা

'কি আনন্দের খবর শোনালে'...আহ্লাদে আটখানা তারকা বন্ধুরা

'কি আনন্দের খবর শোনালে'...আহ্লাদে আটখানা তারকা বন্ধুরা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
gaurav chakraborty, ridhima ghosh, expecting baby

পয়লা বৈশাখের দিনই সুখবর। জীবনে আসতে চলেছেন নতুন সদস্য। উচ্ছ্বাসের সঙ্গে খবর দিলেন গৌরব এবং রিধিমা। সন্তান আসতে চলেছে তাদের জীবনে।

Advertisment

বিয়ে হয়েছে বেশ অনেক বছর। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, তারপরই গাঁটছড়া বেঁধেছিলেন। আজ নববর্ষের দিনই সুখবর ভাগ করে নিলেন সকলের সঙ্গে। বাবা মা হতে চলেছেন টলিপাড়ার জনপ্রিয় দম্পতি। সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানালেন গৌরব নিজেই। লিখলেন...

"এই পয়লা বৈশাখে এক সুখবর দিচ্ছি। আপনাদের জানিয়ে রাখি আমরা বাবা মা হতে চলেছি। আপনারা সকলে প্রার্থনা এবং আশীর্বাদ করবেন"। রিধিমার ছোট্ট বেবি বাম্প স্পষ্ট। খবর পেতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। কাছের বন্ধুরা তো বটেই, তারকাদের অনেকেই শুভেচ্ছা জানালেন তাঁদের। পরমব্রত থেকে গৌরব চট্টোপাধ্যায়, আনন্দে আত্মহারা অনেকেই।

Advertisment

খোকা আসিতেছে... অনুরাগীরা বলছেন, এর থেকে ভাল খবর আর হয় না। অন্যদিকে পরম বলছেন, আমার দুই ভালবাসার মানুষ, কী আনন্দের খবর শোনালে। ভালবাসা জানিয়েছেন ঋতব্রত বলছেন, দারুণ খুশির খবর। একসঙ্গে অভিনয় থেকে প্রেম, পৃথিবীর নানান জায়গায় যুগলে ভ্রমণ...খুশির খবরে আহ্লাদে আটখানা চক্রবর্তী পরিবার।

tollywood Entertainment News