/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/gaurav.jpg)
বাবা-মা হলেন গৌরব-রিধিমা
চক্রবর্তী পরিবারে খুশির হাওয়া, সন্তানের জন্ম দিলেন রিধিমা ঘোষ। গৌরবের ঘর আলো করে এল ফুটফুটে এক সদস্য। উৎসব দুই পরিবারেই।
কিছুদিন ধরেই তাঁর আসার অপেক্ষায় ছিলেন রিধিমা, বাবা হওয়ার আনন্দ ধরছিল না আর। আজই সেইদিন, সন্তান এল তাঁদের কোলে। পুত্র সন্তানের জন্ম দিলেন রিধিমা। আনন্দের জোয়ার। এখন ভাল আছেন মা এবং সন্তান দুজনেই। দেখতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা।
মাতৃত্বের প্রতিটা মুহূর্ত দারুণ উপভোগ করেছেন রিধিমা। নিকজের বেলি আপডেট দিতেও ভুল হত না তারকার। প্রসঙ্গত, গতকাল গৌরব নিজেও জানিয়েছিলেন, আর অপেক্ষা করতে পারছেন না। নতুন মানুষটিকে দেখার জন্য প্রহর গুনছেন। তবে এবার, সব অপেক্ষা শেষ। বাবার কঠিন দায়িত্ব পালন করার পালা।
পরিবারের তরফে অনেকেই দেখতে গিয়েছেন রিধিমাকে। বেজায় খুশি ঠাকুমা মিঠু চক্রবর্তীও। একটি নাতনি আগেই ছিল, এবার নাতিও জুড়ল সেই তালিকায়। অর্জুনের এক মেয়ে, গৌরবের এক ছেলে…দুই পুঁচকের মেলবন্ধনে এবার আলাদাই আনন্দ পরিবারে।
উল্লেখ্য, একটু একটু করে নিজের মধ্যে ছোট্টপ্রাণটিকে বুঝতে পারছিলেন রিধিমা। কিছুদিন আগেই তাঁর সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বাবা এবং শ্বশুরের হাতেই খেয়েছিলেন তিনি। এখন জীবনের সব গল্প অন্যদিকে বওয়ার পালা। সন্তানের আগমে উৎফুল্ল তারকা দম্পতি।