করোনাভাইরাসের উপদ্রবে লকডাউন দেশে। সাধারণ মানুষের মতো বলিউডের তারকারও নিজেদের মতো করে সময় বার করে নিয়েছেন। শাহরুখ খানের স্ত্রী গৌরী খান এবং কন্যা সুহানা খানও, নিজেদের ব্যস্ত রেখেছেন বাড়ির ভেতরে থেকেই। লকডাউনে কেমন করে দিন কাটাচ্ছেন তারা?
গৌরী খান, সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে সুহানার ছবি শেয়ার করে লিখেছেন, ”শিখছি…মেকআপের টিপসও নিচ্ছি।” তাঁর এই পোস্টেই ভাবনা পাণ্ডে, মাহীপ কাপুর, সীমা খান, মনীশ মলহোত্রার মতো জনপ্রিয় মুখেরা ভালবাসা দিয়েছেন।
সুহানাও সোশাল মিডিয়ায় বেশকিছু ছবি পোস্ট করেছেন। মেকআপের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করার এমন সুযোগ হাতছাড়া করা যায় নাকি!
আরও পড়ুন, কোথাও রতনবাবুর নাম ছিল না, কিন্তু আমি ওঁর পাশে দাঁড়াতে চাই: বাদশা
কিছুদিন আগে বলিউড বাদশা শাহরুখ খান করোনাভাইরাস নিয়ে সচেতন করেছেন ফ্যানেদের এবং বাড়ির বাইরে না বেরনোর অনুরোধ করেছেন। টুইটারে পোস্ট করা সেই ভিডিয়ো তাঁর সিনেমার গান দিয়েই তৈরি করেছিলেন কিং খান। কাল হো না হো, রইস, বাজিগড়, ফ্যান, রাজু বন গয়্যা জেন্টলম্যান, ইয়েস বস এবং ওম শান্তি ওমের মতো ছবির দৃশ্যও ব্যবহার করেছিলেন তিনি।
View this post on Instagram
Let’s get together and fight this #WarAgainstVirus. @cmomaharashtra_ @adityathackeray
ক্যাপশনে লিখেছিলেন, ইনশাআল্লাহ, জনতা কার্ফু আমাদের এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করবে। দয়া করে সমস্ত নির্দেশ মেনে চলুন। আর এই সময়েও যাঁরা অক্লান্ত কাজ করে চলেছেন তাদের প্রতি কৃতজ্ঞ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন